French Open 2023: অঘটন! বিশ্বের ২ নম্বর সাবালেঙ্কাকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে অবাছাই মুচোভা
French Open 2023 Semifinal: টুর্নামেন্ট জয়ের অন্য়তম দাবিদার সাবালেঙ্কাকে ছিটকে যেতে হল। গতকাল সেমিতে ৩ ঘণ্টা ১৩ মিনিটের কঠিন লড়াই হয়।
প্যারিস: ফারসি ওপেনে অঘটন। মহিলাদের সেমিফাইনালে বিশ্বের ২ নম্বর আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন অবাছাই ক্যারোলিনা মুচোভা। চেক প্রজাতন্ত্রের টেনিস সুন্দরী মুচোভা এই প্রথমবার কোনও গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠলেন। অন্যদিকে টুর্নামেন্ট জয়ের অন্য়তম দাবিদার সাবালেঙ্কাকে ছিটকে যেতে হল। গতকাল সেমিতে ৩ ঘণ্টা ১৩ মিনিটের কঠিন লড়াই হয়। আর তারপরই ম্যাচে জয় ছিনিয়ে নেন মুচোভা। খেলার ফল চেক টেনিস তারকার পক্ষে ৭-৬ (৭-৫), ৬-৭ (৫-৭), ৭-৫। এর আগে টানা ১২ ম্য়াচ অপরাজিত ছিলেন সাবালেঙ্কা। তাঁর অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিলেন অবাছাই মুচোভা।
রোলঁ গ্যারোজ়ে ফাইনালে মুচোভার প্রতিপক্ষ হতে চলেছেন বিশ্বের এক নম্বর ইগা সোয়াটেক। যিনি অন্য সেমিতে ব্রাজিলের প্রতিপক্ষ বিট্রিজ হাদ্দাদ মাইয়াকে ৬-২, ৭(৯)-৬(৭) ব্য়বধানে হারিয়ে দেন। আগামীকাল খেতাবি লড়াইয়ে নামবে ২ টেনিস সুন্দরী। বিশ্বের ১ নম্বর পজিশন ধরে রাখতে সোয়াটেককে জিততেই হবে।
উল্লখ্য, এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে পৌঁছেছিলেন ক্যারোলিনা মুচোভা। এর আগে ২০১৯ ও ২০২০ সালে উইম্বলডনেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস সুন্দরী। ২০২০ সালের ইউ এস ওপেনেও চতুর্থ রাউন্ডে গিয়েছিলেন কিন্তু গ্র্যান্ডস্লাম জয়ের সুযোগ এই প্রথম।
এদিকে আজ পুরুষদের সেমিফাইনালে খেলতে নামছেন নোভাক জকোভিচ ও কার্লোস আলকারেজ। নোভাক ২২ গ্র্যান্ডস্লাম জয়ের মালিক। অন্যদিকে কার্লোস আলকারেজকে অনেকেই ভবিষ্যতের নাদালের সঙ্গে তুলনা করছেন। গ্রিসের সিসিপাসের বিরুদ্ধে একপেশে লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিলেন স্পেনের এই তরুণ টেনিস প্লেয়ার। এছাড়াও চলতি টুর্নামেন্টে শীর্ষবাছাই আলকারেজ।
অন্যদিকে জোকার কোয়ার্টারে জিতেছিলেন রাশিয়ার কারেন খাচানভের বিরুদ্ধে। ৩ ঘণ্টা ৩৮ মিনিটের কঠিন লড়াই শেষে জয় ছিনিয়ে নেন নোভাক। তবে প্রথম সেটে ৪-৬ ব্যবধানে হেরে যান জোকার। দ্বিতীয় সেটে ১৪টি আনফোর্সড এরর সমস্যা বাড়ায় জকোভিচের। যদিও টাইব্রেকারে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি, এই সেট জেতেন ৭-৬ (৭-০) ব্যবধানে। তৃতীয় ও চতুর্থ সেটও জিতে ম্যাচ নিজের মুঠোয় করে নেন সার্বিয়ান তারকা।
তবে আলকারেজের শক্তিশালী সার্ভ ও ব্যাকহ্যান্ড, ফোরহ্যান্ডের সামনে আজ কিন্তু বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নোভাককে। আগের ম্য়াচে একাধিক আনফোর্সড এরর করেছিলেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই জোকার। এখন দেখার কেরিয়ারের ২৩ তম গ্র্যান্ডস্লাম জয়ের পথে আরও একধাপ এগােতে পারেন কি না তিনি।