এক্সপ্লোর
Advertisement
রিও অলিম্পিকের সপ্তম দিনেও ভারতের সঙ্গী হতাশা
রিও ডি জেনেইরো: রিও অলিম্পিক এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও ভারতের ঝুলি শূন্যই থেকে গেল। তিরন্দাজি, শুটিং, অ্যাথলেটিক্সে ভারতীয়রা এদিনও ব্যর্থ হলেন।
তিরন্দাজির ব্যক্তিগত বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার লি সিউং ইয়ুনের সঙ্গে লড়াই করেও অল্পের জন্য হেরে গিয়েছেন বাংলার অতনু দাস। প্রথম থেকে শেষপর্যন্ত বিশ্বের আট নম্বর তিরন্দাজ লি-র সঙ্গে পাল্লা দেন অতনু। কিন্তু সামান্য পয়েন্টের ব্যবধানে হার মানতে হয় বাংলার এই তিরন্দাজকে।
শুটিংয়ে ৫০ মিটার প্রোন ইভেন্ট থেকে ছিটকে গিয়েছেন গগন নারাং ও চৈন সিংহ। তাঁরা যথাক্রমে ১৩ ও ৩৬ নম্বরে শেষ করে ফাইনালে উঠতে ব্যর্থ হন।
অ্যাথলেটিক্সেও ভারতের জন্য কোনও সুখবর নেই। পুরুষদের ৮০০ মিটার দৌড়ে প্রথম হিটে পঞ্চম স্থানে শেষ করে ছিটকে গিয়েছেন জিনসন জনসন। মহিলাদের শটপাট থেকে ছিটকে গিয়েছেন মনপ্রীত কউর।
ব্যাডমিন্টনে মহিলাদের ডাবলসের দ্বিতীয় ম্যাচেও হেরে গেলেন জ্বালা গুট্টা-অশ্বিনী পোনাপ্পা। তাঁরা এদিন নেদারল্যান্ডসের সেলেনা পিয়েক ও ইফজে মাসকেনসের কাছে হার মানলেন। ভারতীয় জুটির বিপক্ষে ম্যাচের ফল ১৬-২১, ২১-১৬, ১৭-২১। প্রথম গেমে হারের পর দ্বিতীয় গেম জিতে ঘুরে দাঁড়ান জ্বালা-অশ্বিনী। কিন্তু তৃতীয় গেমে লড়াই করেও তাঁদের হার মানতে হল। প্রথম ম্যাচে হারের পর এদিনও হেরে যাওয়ায় জ্বালা-অশ্বিনী ছিটকে গেলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বাংলা
উত্তর ২৪ পরগনা
জেলার
জেলার
Advertisement