(Source: Poll of Polls)
রোহিত-বিরাটের থেকে কঠিন বোলারের সম্মুখীন হয়েছে সচিন-সৌরভ: ইয়্যান চ্যাপেল
কোন যুক্তিতে সৌরভ-সচিন জুটিকে এগিয়ে রাখছেন এই অস্ট্রেলীয় কিংবদন্তী?
নয়াদিল্লি: সাদা বলের ক্রিকেট সর্বকালের সেরা কোন ক্রিকেটার? ছোট ফর্ম্যাটে কোন যুগলবন্দি-ই বা সেরার সেরা? আধুনিক ক্রিকেট বিশ্ব নত মস্তকে স্বীকার করে নিয়েছে, সাদা বলের সাম্রাজ্যে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মাই সর্বাধিপতি। রবিবার ২২ বছরের রেকর্ড ভেঙে কোনও একটি ক্রিকেট বর্ষে ওপেনার হিসেবে সর্বোচ্চ রানের নজির গড়েছেন রোহিত। ধারাবাহিকতাকে লজ্জায় ফেলে দিয়ে রান করে চলেছেন বিরাটও। রান তাড়া করে জয়ে রোহিত-বিরাটের পারফর্ম্যান্সের ধারের কাছে নেই আর কোনও ক্রিকেটারই। এত সবের পরেও রোহিত কিংবা বিরাটকে সর্বকালের সেরা সার্টিফিকেট দিচ্ছেন না ইয়্যান চ্যাপেল। বরং এগিয়ে রাখছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়কেই। কোন যুক্তিতে সৌরভ-সচিন জুটিকে এগিয়ে রাখছেন এই অস্ট্রেলীয় কিংবদন্তী?
‘কোন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ছেন, তা দিয়েই একজন মানুষের সঠিক মূল্যায়ন হয়’, ইমরান খানের এই বক্তব্যকে তুলে ধরেই চ্যাপেল বলেন, সচিন-সৌরভরা ১৫ বছর ধরে পৃথিবীর সেরা বোলারের মুখোমুখি হয়েছে। একটি স্পোর্টস ওয়েবসাইটের কলামে ইয়ান চ্যাপেল লিখেছেন, “ওঁরা (সচিন-সৌরভ) নিজের সময়ে বিশ্বসেরা পেস আক্রমণের সম্মুখীন হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ওয়াসিম আক্রাম, ওয়াকার ইউনিসের মোকাবিলা করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোকাবিলা করতে হয়েছে গ্লেন ম্যাকগ্রা ও ব্রেট লি-কে। দক্ষিণ আফ্রিকার শন পোলক, অল্যান ডোনাল্ড, শ্রীলঙ্কার চামিন্দা ভাস, লাসিথ মালিঙ্গাকে খেলতে হয়েছে তাঁদের। ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যাম্ব্রুজ ও কোর্টনি ওালশের মতো পেস বোলারকে সামলাতে হয়েছে সচিন-সৌরভকে।”
তবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকেও কৃতিত্ব দিয়েছেন এই অজি কিংবদন্তী। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটে রোহিত ও বিরাটের গড় পঞ্চাশের ওপরে। এই পারফর্ম্যান্স অবিশ্বাস্য। একই সঙ্গে চ্যাপেল লেখেন, সচিন খুব অল্প সময় টি-টোয়েন্টি খেলেছেন। আর এই ফর্ম্যাট ফুলেফেপে ওঠার আগেই কেরিয়ার শেষ করেছেন সৌরভ। তবে ভারতীয় ফ্যানরা সৌভাগ্যবান, যে তারা সাদা বলের ক্রিকেটের চার সেরা ব্যাটসম্যানকেই দেখার সুযোগ পেয়েছে।