Gautam Gambhir : টেস্টে কোচিংয়ের দায়িত্ব হারাতে পারেন গম্ভীর ? এই দিকে তাকিয়ে BCCI ?
BCCI: গম্ভীরকে দায়িত্বে রাখা নিয়ে আগামীদিনে BCCI কঠিন অবস্থান নিতে পারে বলে চর্চা শুরু হয়েছে।
নয়াদিল্লি : অসাধারণ একটা জার্নি হওয়ার আশা ছিল। অনেকেই, ভারতীয় ক্রিকেটে আরও একটি সোনালি অধ্যায়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন। কারণ, কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার দিশা দেখানোর পরপরই কোচ হিসাবে টিম ইন্ডিয়ার দায়িত্ব নিয়েছিলেন গৌতম গম্ভীর। কিন্তু, প্রথমে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে হার এবং পরে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে গম্ভীরকে দায়িত্বে রাখা নিয়ে আগামীদিনে BCCI কঠিন অবস্থান নিতে পারে বলে চর্চা শুরু হয়েছে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কর ট্রফিই হতে চলেছে গম্ভীরের 'টেস্ট।' তার ফলাফলের ভিত্তিতেই টেস্টে আর গম্ভীর ভারতীয় কোচ থাকবেন কি না তার ভবিষ্যৎ নির্ভর করছে। এমন কথা উঠে আসছে রিপোর্টে। Gautam Gambhir
রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ায় ভারত ভাল ফল করতে না পারলে টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব হারাতে পারেন গম্ভীর। সাদা বলের কোচ হিসাবে গম্ভীর দায়িত্ব পালন করে যেতে পারেন, কিন্তু, আর একটা সিরিজে খারাপ ফল হলে লাল বলের দায়িত্ব হারাতে পারেন গম্ভীর।
'দৈনিক জাগরণ'-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় দল যদি অস্ট্রেলিয়াতেও ব্যর্থ হয়, সেক্ষেত্রে BCCI ভিভিএস লক্ষ্মণের মতো কোনও বিশেষজ্ঞ কোচকে টেস্ট ক্রিকেটে কোচিংয়ের দায়িত্বে আনতে পারেন। অন্যদিকে, গম্ভীর থাকবেন একদিনের ও টি২০-র দায়িত্বে।
যদিও এটা জানা যায়নি যে, এরকম কিছু হলে গম্ভীর তাতে রাজি হবেন কি না। যদি বর্ডার-গাওস্কর ট্রফিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়, তাহলেও BCCI কঠিন কোনো সিদ্ধান্ত নিতে পারে বলে জল্পনা। এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর এবং ভারতের একদিনের ও টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ৬ ঘণ্টার দীর্ঘ বৈঠক করেন গম্ভীর। শুক্রবারের সেই বৈঠকে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে ভারতের টেস্ট সিরিজ হার নিয়ে আলোচনা হয়েছে। যে কারণে এই ফলাফল তাও উঠে আসে তাঁদের আলোচনায়। কানাঘুষো শুরু হয়েছে, গম্ভীরের সঙ্গে কিছু বিষয়ে ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্কের কিছু বিষয় নিয়ে মতের মিল হয়নি।
আরও পড়ুন ; নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিপর্যয় ভুলে যাও, কেন রোহিত-কোহলিদের এমন পরামর্শ দিলেন কপিল?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।