এক্সপ্লোর
কোচ রিকি পন্টিংয়ের দাবি উড়িয়ে গৌতম গম্ভীর বললেন, 'অধিনায়ক পদ থেকে সরলেও কখনওই বলিনি প্রথম একাদশে খেলব না'
1/9

গম্ভীর আরও বলেছেন, আমার অধিনায়কত্বে দল প্রথম দিকের ম্যাচগুলি হারছিল। এজন্য তিনি নৈতিক দায় মাথায় নিয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। কিন্তু মাঠে নেমে দলের হয়ে খেলতে কখনওই অস্বীকার করেননি। এটা টিম ম্যানেজমেন্ট ও রিকি পন্টিং জানতেন বলেও দাবি করেছেন গম্ভীর।
2/9

গম্ভীর বলেছেন, প্রথম এগারোয় তাঁকে রাখা হলে খেলবেন না বলে কখনওই বলেননি। এমনটা হলে তো তিনি অধিনায়কত্ব ছাড়ার পরই অবসরের ঘোষণা করে দিতেন। গম্ভীর বলেছেন, এখনও অনেক ক্রিকেট রয়েছে তাঁর মধ্যে।
Published at : 21 May 2018 08:47 PM (IST)
View More






















