এক্সপ্লোর
Advertisement
ড্রেসিংরুমে সবচেয়ে বেশি দুষ্টু গেইল, বললেন কে এল রাহুল
জয়পুর: টি ২০ ফর্ম্যাটের অন্যতম সেরা খেলোয়াড় ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল। আর সেই গেইলই কিনা ড্রেসিংরুমে দুষ্টুমিতে সবচেয়ে বেশি ওস্তাদ। এমনই জানিয়েছেন কিংস ইলেভেন পঞ্জাবের ওপেনার লোকেশ রাহুল। আইপিএলে গেইলের ওপেনিং পার্টনার রাহুল বলেছেন, বয়সের সঙ্গে এই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারের উত্সাহ-উদ্দীপনাও আরও বেড়েছে।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এবারের আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের প্রথম ম্যাচের আগে রাহুল বলেছেন, গেইল টি ২০ ক্রিকেটের সেরা ব্যাটসম্যান। কিন্তু ও খুবই দুষ্টু। আর সবসময় আমার পিছনে লাগে। ড্রেসিংরুমে ওকে দেখলে মোটেই সিনিয়র প্লেয়ার মনে হবে না। আসলে ও ড্রেসিংরুমে সবচেয়ে বেশি দুষ্টুমি ও দুরন্তপনা করে। আমি গেইলের সঙ্গে বেশ কিছুদিন খেলেছি। আরসিবির হয়ে আমরা একসঙ্গে কয়েক বছর ব্যাটিংয়ের সুযোগ পেয়েছি। ও আমামাকে ২১ বছরের ছেলে মনে করে। ওর কাছ থেকে প্রচুর শিখেছি। ওর সঙ্গ আমার খুবই ভালো লাগে।
ভারতীয় দলের ওপেনার বলেছেন, গত বছরের মতো এবারও প্রচুর এনার্জি নিয়ে গেইল এসেছে। বয়সের সঙ্গে ওর এনার্জিও বেড়েছে এবং তা আমাদের কাছে খুবই আকর্ষণীয়। আমি ওর সঙ্গে আরও আরও বেশি পার্টনারশিপের জন্য মুখিয়ে রয়েছি।
একইসঙ্গে রাহুল বলেছেন, এবারের আইপিএলে কোনও ব্যক্তিগত লক্ষ্য সামনে রেখে তিনি নামছেন না। আসন্ন বিশ্বকাপের কথা না ভেবে তিনি আইপিএলে মনোনিবেশ করাই তাঁর লক্ষ্য।
অন্যদিকে, রাজস্থান রয়্যালসের অধিনায়ক আজিঙ্কা রাহানে বলেছেন, অজি ব্যাটসম্যান আইপিএলে ফিরে আসার তাঁরা খুশি। তিনি বলেছেন, স্মিথকে দলে পাওয়াটা খুব ভালো ব্যাপার। ও রয়্যালস পরিবারেরই অঙ্গ। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নিজেদের ইতিবাচক দিকগুলিতে জোর দেওয়ার কথাও বলেছেন রাহানে। তিনি বলেছেন, পঞ্জাব খুবই ভালো দল। আর গেইল খুবই বিপজ্জনক খেলোয়াড়। ওদের আদৌ হালকাভাবে নিচ্ছি না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
ক্রিকেট
জেলার
Advertisement