এক্সপ্লোর
Advertisement
কোহলিদের সিরিজ জয়ের সম্ভাবনা উড়িয়ে ম্যাক গ্রা বললেন, অস্টেলিয়াই জিতবে ৪-০
নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ জয় ভারতীয় সমর্থকদের বহুদিনের প্রত্যাশা। এবার সেই সুযোগ ভালোমতো রয়েছে বিরাট কোহলির সামনে, এমনটাই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। যদিও এ ধরনের বক্তব্যের সঙ্গে একেবারেই সহমত নন অস্ট্রেলিয়া দলের প্রাক্তন পেসার গ্লেন ম্যাক গ্রা। তিনি বলেছেন, এটা ঠিক যে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের না থাকাটা একটা বড় ফ্যাক্টর। কিন্তু এরপরও অস্ট্রেলিয়াকে ভারতকে ৪-০ সিরিজ হারাবে।
সংবাদমাধ্যমকে ম্যাক গ্রা বলেছেন, স্মিথ ও ওয়ার্নার না থাকায় যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করা খুবই কঠিন। কিন্তু এটা যে কোনও তরুণ ব্যাটসম্যানের কাছে একটা সুযোগ। ভালো পারফর্ম করতে পারলে দলে জায়গা পাকা করার সুযোগ থাকছে। তাই এটা খুব আকর্ষণীয় সিরিজ হতে চলেছে। কিন্তু আমার মনে হয়, অস্ট্রেলিয়া ৪-০ সিরিজ জিতবে।
ওয়ার্নার ও স্মিথের অনুপস্থিতির একটা প্রভাব থাকবে বলে মেনে নিয়েছেন প্রাক্তন অজি পেসার। তিনি বলেছেন, সিরিজ জিততে হলে অস্ট্রেলিয়াকে নিজেদের সেরাটা দিতে হবে। তিনি বলেছেন, স্মিথ ও ওয়ার্নার ছাড়া সিরিজে লড়াইটা খুবই হাড্ডাহাড্ডি।
আগামী ২১ নভেম্বর টি ২০ সিরিজ শুরু হচ্ছে। তিন ম্যাচের এই টি ২০ সিরিজ দিয়ে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে। এরপর শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হবে অ্যাডিলেডে। ৩ ম্যাচের একদিনের সিরিজের মাধ্যমে ভারতের সফর শেষ হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement