এক্সপ্লোর
Advertisement
সমস্যার সমাধান প্রকৃত ঐক্য ও সংহতির পথ গড়ে তোলে, ভূমি পুজো উপলক্ষ্যে বার্তা গম্ভীরের
৪০ কেজির রুপোর ইট দিয়ে অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস। সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামলালার মূর্তির সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলেন মোদি। রাম মন্দিরের ভূমি পুজো ঘিরে অযোধ্যায় ছিল সাজ সাজ রব। শেষপর্যন্ত শিলান্যাস পর্বের সমাপ্তি ঘটল।
নয়াদিল্লি: ৪০ কেজির রুপোর ইট দিয়ে অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস। সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামলালার মূর্তির সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলেন মোদি। রাম মন্দিরের ভূমি পুজো ঘিরে অযোধ্যায় ছিল সাজ সাজ রব। শেষপর্যন্ত শিলান্যাস পর্বের সমাপ্তি ঘটল।
রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষ্যে বার্তা দিয়েছেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি ট্যুইট করে বলেছেন, ধামাচাপা দেওয়া নয়, সমস্যাগুলির সমাধানের মাধ্যমেই প্রকৃত ঐক্য ও সংহতি গড়ে ওঠে! স্মরণাতীত কাল থেকেই ভগবান রাম ভারতীয়দের কাছে আলোকবর্তিকা। সুবিচার, ন্যায়পরায়ণতা, সম্বৃদ্ধির মতো যে মূল্যবোধগুলি ভগমান রামের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত, সেগুলি যাতে দৈনন্দিন জীবনে প্রতিফলিত হয়, সেই লক্ষ্যে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।
ভূমি পুজো উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানেই উত্সাহ ও উদ্দীপনা দেখা যায়। দিল্লিতেও বিভিন্ন স্থানে অযোধ্যায় মন্দিরের ভূমি পুজো এলইডি স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করা হয়। বিবেক বিহারের শ্রীরাম মন্দিরে পুজোর্চনার পর এলইডি স্ক্রিনে ভক্তদের অযোধ্যা ভূমি পুজোর সরাসরি সম্প্রচা দেখানোর ব্যবস্থা করা হয়। এখানে উপস্থিত ছিলেন গৌতম গম্ভীর, বিজেপির রাজ্যসভা সাংসদ দুষ্যন্ত গৌতম সহ অন্যান্য বিজেপি নেতা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement