এক্সপ্লোর
টি-২০ ব্লাস্টে ৩৮ বলে ১০২ মার্টিন গাপটিলের

ফাইল ছবি
লন্ডন: ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের টি-২০ ব্লাস্টে ব্যাট হাতে বিস্ফোরণ নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের। উরসেস্টেরশায়ারের হয়ে নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে তিনি মাত্র ৩৮ বলে ১০২ রানের ঝোড়ো ইনিংস খেললেন। গাপটিলের দাপটে ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রায় সাত ওভার বাকি থাকতেই ৯ উইকেটে জয় পায় উরসেস্টেরশায়ার। জো ক্লার্ক ৩৩ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। গাপটিলের ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও সাতটি ছক্কা। রিচার্ড গ্লিসনের এক ওভারে তিনি করেন ২২ রান। গাপটিল ও ক্লার্কের জুটিতে ১০ ওভারেই ১৬২ রান ওঠে। দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে ফিরে যান নিউজিল্যান্ডের তারকা। বাকি কাজটা করে দেন ক্লার্ক।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















