এক্সপ্লোর
অনুশীলন ম্যাচে প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট নিউজিল্যান্ড একাদশ, দ্বিতীয় দিনের শেষে ৮৭ রানে এগিয়ে ভারত
দ্বিতীয় দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ৫৯। ক্রিজে পৃথ্বী শ (৩৫) ও ময়ঙ্ক অগ্রবাল (২৩)।

হ্যামিলটন: টেস্ট সিরিজের আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ভাল পারফরম্যান্স দেখালেন ভারতের বোলাররা। বল হাতে উজ্জ্বল হয়ে উঠলেন চার পেসার মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব ও নবদীপ সাইনি। সেরা পারফরম্যান্সর শামির। বাংলার এই পেসার ১০ ওভার বল করে পাঁচটি মেডেন সহ ১০ রান দিয়ে তিন উইকেট নেন। বুমরাহ, উমেশ ও নবদীপ দু’টি করে উইকেট নেন। অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট নেন। প্রথম ইনিংসে ভারতের ২৬৩ রানের জবাবে ২৩৫ রানে অলআউট হয়ে গিয়েছে নিউজিল্যান্ড একাদশ। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ৫৯। ক্রিজে পৃথ্বী শ (৩৫) ও ময়ঙ্ক অগ্রবাল (২৩)। ভারত ৮৭ রানে এগিয়ে।
একদিনের সিরিজে ভারতের বোলাররা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। ফলে সিরিজ ০-৩ ফলে হারে ভারত। যা টেস্ট সিরিজের আগে ভারতীয় শিবিরের চিন্তা বাড়িয়েছিল। তবে শামি, বুমরাহদের আজকের পারফরম্যান্স বিরাট কোহলি, রবি শাস্ত্রীর চিন্তা কমাবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
