Harbhajan on Ashwin: তুলনায় বিশ্বাসী নই, আমি নিজের সময়ে সেরাটা দিয়েছি, অশ্বিনও দিচ্ছে, বলছেন হরভজন
Ind vs NZ: দুরন্ত এক ব্যক্তিগত নজির গড়লেন আর অশ্বিন (R Ashwin)। টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় হরভজন সিংহকে টপকে তিন নম্বরে উঠে এলেন তিনি।
কানপুর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে টম লাথামের উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই দুরন্ত এক ব্যক্তিগত নজির গড়লেন আর অশ্বিন (R Ashwin)। টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় হরভজন সিংহকে টপকে তিন নম্বরে উঠে এলেন তিনি। অশ্বিনের যে কৃতিত্বে খুশি হরভজন। দিলেন শুভেচ্ছাবার্তাও।
তবে কোনও তুলনায় রাজি হননি হরভজন। সংবাদসংস্থাকে জানিয়েছেন, তিনি নিজের সময়ে সেরাটা দিয়েছেন। অশ্বিনও নিজের সময়ে সেরাটা দিচ্ছে। তুলনায় তিনি বিশ্বাসী নন।
ভাজ্জিকে টপকাতে অশ্বিনের দরকার ছিল ৫টি উইকেট। কানপুরের প্রথম ইনিংসে ৩টি উইকেট দখল করেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ২টি উইকেট নিয়েই লক্ষ্যে পৌঁছে যান তিনি। হরভজন ভারতের হয়ে ১০৩টি টেস্টে ৪১৭টি উইকেট নিয়েছেন। কেরিয়ারের ৮০তম টেস্টে অশ্বিন পিছনে ফেললেন হরভজনকে। ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিনের সামনে রয়েছেন অনিল কুম্বলে ও কপিল দেব। কুম্বলে টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ ৬১৯টি উইকেট নিয়েছেন। কপিল দেবের দখলে রয়েছে ৪৩৪টি টেস্ট উইকেট।
যদি শুধু ৮০টি টেস্টকে মাপকাঠি ধরা হয়, তাহলে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি অশ্বিন। কেবল মুথাইয়া মুরলীধরন কেরিয়ারের প্রথম ৮০টি টেস্টের পর অশ্বিনের থেকে বেশি (৪৫০টি) উইকেট নিয়েছিলেন। রিচার্ড হ্যাডলি রয়েছেন এই তালিকার তৃতীয় স্থানে। ৮০টি টেস্টের পর হ্যাডলি নিয়েছিলেন ৪০৩টি উইকেট।
হরভজন সোমবার বলেছেন, 'মাইলফলক স্পর্শ করায় অশ্বিনকে অভিনন্দন। আশা করছি ও ভারতকে আরও ম্যাচ জেতাবে। আমি তুলনায় বিশ্বাসী নই। আমি নিজের সময়ে দেশের হয়ে খেলার সময় সেরাটা দিয়েছি। অশ্বিন ওর সময়ে সেরাটা দিচ্ছে।'