‘ইমরানের বক্তৃতা’ নিয়ে বীনা মালিককে পাল্টা জবাব হরভজনের
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিদ্বেষমূলক বক্তৃতার নিন্দায় সরব হয়েছেন মহম্মদ সামি, হরভজন সিংহ, ইরফান পাঠান ও বীরেন্দ্র সহবাদের মতো ক্রিকেট তারকা।
হরভজনের এই ট্যুইটকে কটাক্ষ করেন অভিনেত্রী বীনা মালিক। তিনি হরভজনের ইংরেজি ভাষার জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন।At UNGA speech, there were indications for India of potential nuclear war. As a prominent sportsperson, Imran Khan’s choice of words 'bloodbath' 'fight to the end' will only increase hatred between the two nations. As a fellow sportsperson I expect him to promote ✌️ peace
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 2, 2019
এর জবাব দিতে কসুর করেননি হরভজন। তিনি পাল্টা বীনা মালিকের ইংরেজি ভাষায় জ্ঞানের বহর নিয়ে খোঁচা দেন। এক্ষেত্রে বীনা মালিকের ট্যুইটের একটি ইংরেজি শব্দের ভুল বানান উল্লেখ করে তাঁকে কটাক্ষ করেন।PM Imran khan DID talk about peace in his speech.He talked about the reality and the horror that will surly occur when the curfew is lifted and sadly there's gonna be a bloodbath.He clearly states that it’s not a threat but a fear Don’t you understand English? @harbhajan_singh https://t.co/WTpjholRoT
— VEENA MALIK (@iVeenaKhan) October 7, 2019
What do u mean by surly? Oh is it surely ?? ???????????????? lo ji dekho yeh Angreji Inki.. chill pill next time try and read before u put something in English ???? https://t.co/dgaTOJplDU
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 8, 2019