এক্সপ্লোর
বিতর্কিত মন্তব্যের জন্য হার্দিকের সমালোচনা প্রাক্তন বান্ধবীর

নয়াদিল্লি: একটি টেলিভিশন শোয়ে মহিলাদের সঙ্গে আপত্তিকর মন্তব্য করে বিপাকে পড়া ক্রিকেটার হার্দিক পাণ্ড্যর পাশে নেই তাঁর প্রাক্তন বান্ধবী এলি আব্রামও। একটি অনুষ্ঠানে এই অভিনেত্রী বলেছেন, ‘আমি সবে দেশে ফিরেছি। সাংবাদিকরা আমাকে এ বিষয়ে প্রশ্ন করছেন। কী হয়েছে সে বিষয়ে আমার কোনও ধারণা ছিল না। তারপর আমি নির্দিষ্ট কিছু ফুটেজ দেখি। আমার মনে হয় এটা দুঃখজনক। আমি একটু অবাক হয়েছি, কারণ যে হার্দিক পাণ্ড্যকে একসময় ব্যক্তিগতভাবে চিনতাম সে এরকম ছিল না। লোকজন তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন দেখে আমার ভাল লাগছে। কারণ, এই ধরনের মানসিকতা ঠিক নয়।’ এলির পাশাপাশি হার্দিকের অপর এক প্রাক্তন বান্ধবী এষা গুপ্তও মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘প্রথমত, পুরুষদের সঙ্গে নিজেদের তুলনা করা উচিত নয় মহিলাদের। আমরা সবদিক থেকেই সেরা।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















