এক্সপ্লোর
ভিডিওতে দেখুন, হার্দিকের এই থ্রো-ই বদলে দিল প্রথম দিনের খেলার রং

সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শুরুতেই চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। এডেন মার্করাম ও হাসিম আমলার দুর্দান্ত ইনিংসে ভর করে বড় রানের দিকে এগিয়ে চলেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু হার্দিক পাণ্ড্যর একটি থ্রো-ই খেলার রং বদলে দেয়।
গতকাল তৃতীয় সেশনে ৮১-তম ওভারের পঞ্চম ওভারে নিজের বলেই আমলাকে রান আউট করে দেন হার্দিক। সেই সময় দক্ষিণ আফ্রিকার রান ছিল ৩ উইকেটে ২৪৬। আমলা আউট হওয়ার পর আরও দু’টি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ৬ উইকেটে ২৬৯। আজ ভারতীয় দল যদি দক্ষিণ আফ্রিকাকে দ্রুত অলআউট করতে পারে, তাহলে এই টেস্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে।Brilliant from Pandya!! pic.twitter.com/co8pUvqUVi
— anshul kothari (@slimshady_ansh) January 13, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















