Indian Men's Hockey Team: অলিম্পিক্সে সাফল্যের পর চীনের মাটিতে পরীক্ষা ভারতীয় হকি দলের, শ্রীজেশের পরিবর্ত কে?
Asian Champions Trophy: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ জনের ভারতীয় দল বেছে নেওয়া হল। অলিম্পিক্স দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহকেই (Harmanpreet Singh) দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে।
নয়াদিল্লি: গতবারের চ্যাম্পিয়ন। এবারও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Champions Trophy) অন্যতম ফেভারিট হিসাবে নামবে ভারতীয় হকি দল। যারা সদ্য প্যারিস অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ পদক জিতে ফিরেছে। পরপর দুই অলিম্পিক্সে পদক জিতে স্পর্শ করেছে নিজেদেরই ৫২ বছর পুরনো কীর্তি।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ জনের ভারতীয় দল বেছে নেওয়া হল। অলিম্পিক্স দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহকেই (Harmanpreet Singh) দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। সহ অধিনায়ক করা হয়েছে মিডফিল্ডার বিবেক সাগর প্রসাদকে (Vivek Sagar Prasad)। গতবারের চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ চীন। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে ভারত ছাড়াও অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, জাপান ও আয়োজক দেশ চীন।
অনেকেই কৌতূহলী ছিলেন ভারতীয় দলের গোলকিপার হিসাবে কাদের সুযোগ দেওয়া হয় তা নিয়ে। কারণ, ভারতের তেকাঠির নীচে দুর্ভেদ্য হয়ে ওঠা পি শ্রীজেশ অলিম্পিক্সের পরই অবসর নিয়েছেন। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গোলকিপার হিসাবে সুযোগ দেওয়া হয়েছে কৃষ্ণ বাহাদুর পাঠক ও সূর্য কারকেরা-কে। দলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল রাখা হয়েছে। অলিম্পিক্স দলের ১০ জনকে ১৮ সদস্যের মধ্যে রাখা হয়েছে। তবে হার্দিক সিংহ, মনদীপ সিংহ, ললিত উপাধ্যায়, শামশের সিংহ ও গুরজন্ত সিংহকে বিশ্রাম দেওয়া হয়েছে।
Indian Men's team in BACK in action!
— Hockey India (@TheHockeyIndia) August 28, 2024
After a bronze medal winning performance at the Paris Olympics, 2️⃣0️⃣2️⃣4️⃣
Our Men's team is geared up to take their next challenge
Men’s Asian Champions Trophy 2024 starts from 8th, September 2024. Hulunbuir City, Inner Mongolia, China.
You… pic.twitter.com/NTAOx3qGYR
দলের কোচ ক্রেগ ফুলটন বলেছেন, 'ব়্যাঙ্কিং পয়েন্ট বাড়ানোর জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। অলিম্পিক্সের উৎসব মিটতে প্লেয়াররা শিবিরে যোগ দিয়েছে। গত কয়েক সপ্তাহ অবিশ্বাস্য কেটেছে। আশা করছি দল একইরকম সমর্থন পাবে।'
ঘোষিত ভারতের পুরুষ হকি দল
গোলকিপার: কৃষ্ণ বাহাদুর পাঠক, সূর্য কারকেরা
ডিফেন্ডার: জরমনপ্রীত সিংহ, অমিত রুইদাস, হরমনপ্রীত সিংহ (অধিনায়ক), যুগরাজ সিংহ, সঞ্জয়, সুমিত
মিডফিল্ডার: রাজকুমার পাল, নীলকান্ত শর্মা, বিবেক সাগর প্রসাদ (সহ অধিনায়ক), মনপ্রীত সিংহ, মহম্মদ রাহিল মৌসিন
ফরওয়ার্ড: অভিষেক, সুখজিৎ সিংহ, আরাইজিৎ সিংহ হুন্ডল, উত্তম সিংহ ও গুরজ্যোৎ সিংহ
আরও পড়ুন: পথ দেখিয়েছিল বাংলা, জয় শাহর আগে ভারত থেকে আর কারা বসেছিলেন আইসিসির মসনদে?