এক্সপ্লোর
Advertisement
ভোলবদলে ধোনির প্রশংসায় হর্ষ গোয়েঙ্কা
কলকাতা: পাল্টি খেলেন রাইজিং পুনে সুপারজায়েন্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার ভাই হর্ষ গোয়েঙ্কা। গতকাল আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পুনে। এরপর ভোলবদলে মহেন্দ্র সিংহ ধোনির প্রসংশায় পঞ্চমুখ হয়েছেন হর্ষ। অথচ টুর্নামেন্টের শুরুতে এই হর্ষই ধোনিকে দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার সিন্ধান্তকে সমর্থন করে ট্যুইট করেছিলেন। এবারের আইপিএলে প্রথম ম্যাচে পুনে মুম্বইকে হারানোর পর হর্ষ ট্যুইট করেন যে, স্মিথ ধোনিকে ছাপিয়ে গিয়েছেন। তাঁকে অধিনায়ক পদ থেকে সরানোর সিদ্ধান্ত সঠিক ছিল।
তাঁর এই ট্যুইটের নিন্দায় মুখর হন ধোনির অনুরাগীরা।ভারতের অন্যতম সেরা অধিনায়ক সম্পর্কে এ ধরনের মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। শেষপর্যন্ত ওই ট্যুইট ডিলিট করতে বাধ্য হন হর্ষ।
গতকাল মুম্বইয়ের বিরুদ্ধে ধোনির মারমুখী ইনিংসে ভর করে পুনে লড়াইয়ের মতো রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়। শেষ দুই ওভারে ধোনি ও মনোজ তিওয়ারি ৪১ রান তোলেন। ধোনি নয় বলের মধ্যে চারটি ছয় মারেন। ২৬ বলে ৪০ রান করেন মাহি।এরমধ্যে পাঁচটি ছক্কা।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে বলে ধোনির ইনিংস তারিয়ে তারিয়ে উপভোগ করতেও দেখা যায় হর্ষকে। ম্যাচের শেষে তার ট্যুইট, ধোনির বিস্ফোরক ইনিংস, ‘ওয়াশিংটন সুন্দরের চাতুর্যপূর্ণ ইনিংস ও স্মিথের অসাধারণ অধিনায়কত্বের হাত ধরে আইপিএলের ফাইনালে পৌঁছল পুনে’।
Explosive batting by Dhoni, deceitful bowling by Sundar and great captaincy by Smith takes #RPS to the #IPL finals. pic.twitter.com/TFCZfC0YrH
— Harsh Goenka (@hvgoenka) May 16, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement