![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
‘বিয়েতে ভারতীয় ক্রিকেটারদের নিমন্ত্রণ করব, আসলে খুশি হব’, জানালেন পাক ক্রিকেটার হাসান আলি
সম্প্রতি এক উর্দু পত্রিকায় সাক্ষাৎকারে এই পাক তারকা জানিয়েছেন, আগামী ২০ সেপ্টেম্বর দুবাইতে নিকহা করবেন তিনি। কন্যা, ভারতীয় নাগরিক সামিয়া আর্জু।
![‘বিয়েতে ভারতীয় ক্রিকেটারদের নিমন্ত্রণ করব, আসলে খুশি হব’, জানালেন পাক ক্রিকেটার হাসান আলি Hasan Ali says will invite Indian Cricket Mates to wedding ‘বিয়েতে ভারতীয় ক্রিকেটারদের নিমন্ত্রণ করব, আসলে খুশি হব’, জানালেন পাক ক্রিকেটার হাসান আলি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/08/05144926/Hasan-Ali.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করাচি: ভারতীয়কে বিয়ে করার কথা আগেই ঘোষণা করেছিলেন, এবার নিমন্ত্রিতদের তালিকায় ভারতীয় ক্রিকেটারদের থাকার কথাও জানালেন পাকিস্তানের তারকা ক্রিকেটার হাসান আলি। সম্প্রতি এক উর্দু পত্রিকায় সাক্ষাৎকারে এই পাক তারকা জানিয়েছেন, আগামী ২০ সেপ্টেম্বর দুবাইতে নিকহা করবেন তিনি। কন্যা, ভারতীয় নাগরিক সামিয়া আর্জু। সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত থাকবেন ভারতীয় ক্রিকেটাররাও। অন্তত, এমনই ইচ্ছা প্রকাশ করেছেন হাসান।
কোন কোন ভারতীয় ক্রিকেটার নিমন্ত্রিত থাকবেন হাসান-সামিয়ার বিয়েতে? এই বিষয়ে এখনও কিছু স্পষ্ট না করলেও, হাসান জানিয়েছেন, “আমার বিয়ের অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটারদের নিমন্ত্রণ করব। যতই হোক, আমরা সবাই ক্রিকেট সতীর্থ। যদি তাঁরা আমার বিয়েতে আসে সত্যিই খুশি হব। লড়াইটা স্রেফ মাঠেই হয়। দিনের শেষে আমরা প্রত্যেকেই পেশাদার।”
উল্লেখ্য, সামিয়া একজন বিমান ইঞ্জিনিয়ার, এই মুহূর্তে দুবাইয়ের একটি বিমান সংস্থার হয়ে কাজ করছেন। অ্যারোনটিক্স নিয়ে ডিগ্রিও রয়েছে তাঁর। সামিয়া কর্মসূত্রে দুবাই নিবাসী হলেও তাঁর পরিবার নয়াদিল্লিতেই থাকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)