এক্সপ্লোর
Advertisement
হেরাথের হ্যাটট্রিকে ১০৬ রানেই শেষ অস্ট্রেলিয়া
গল: প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টেও শ্রীলঙ্কার অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথের দাপটে কোণঠাসা হয়ে পড়েছে অস্ট্রেলিয়া। হেরাথের হ্যাটট্রিক সহ ৪ উইকেট এবং দিলরুবান পেরেরার ৪ উইকেটের সুবাদে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানেই শেষ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ২৮১ রানে অলআউট হয়ে যাওয়ার পর শুক্রবার দ্বিতীয় দিনে ২৩৭ রানে অলআউট হয়ে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২৫ রানে ৩ উইকেট খুইয়ে বসেছে অস্ট্রেলিয়া। ম্যাচ জিততে গেলে এখনও ৩৮৮ রান করতে হবে। যা শ্রীলঙ্কার পিচে যথেষ্ট কঠিন। ফলে শ্রীলঙ্কার জয়ের পাল্লাই ভারী।
৫৪ রানে ২ উইকেট নিয়ে শুক্রবার সকালে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু অ্যাডাম ভোজেস (৮), পিটার নেভিল (০) ও মিচেল স্টার্ককে (০) ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিক করেন হেরাথ। তাঁর দুরন্ত বোলিংয়ের সুবাদেই টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর করল অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার পেসারদের দাপটে শ্রীলঙ্কাও পাল্টা চাপে পড়ে যায়। মধ্যাহ্নভোজের আগেই তিন উইকেট চলে যায়। বল হাতে সাফল্য পাওয়ার পর ব্যাট হাতেও সফল দিলরুবান (৬৪)। শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজও (৪৭) লড়াই করেন। অস্ট্রেলিয়ার থেকে ৪১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শেষ করে শ্রীলঙ্কা।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছে অস্ট্রেলিয়া। হেরাথ একটি এবং দিলরুবান দুটি উইকেট নিয়েছেন। দিনের শেষে ক্রিজে আছেন ডেভিড ওয়ার্নার (২২) এবং অধিনায়ক স্টিভ স্মিথ (১)।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement