এক্সপ্লোর
শেষ ওভারে আট রান করতে পারল না বাংলাদেশ, রুদ্ধশ্বাস ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

প্রভিডেন্স (গুয়ানা): শিমরন হেটমায়ারের দুরন্ত সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের এই সিরিজের ফলাফল এখন ১-১। সিরিজের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজ সফরকারী দলকে হারিয়ে দিল। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৮ রানের। কিন্তু ওই ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার ওই ওভারে মাত্র চার রান দিয়ে দলের জয় নিশ্চিত করেন। এর আগে হেটমায়ারের ৯৩ বলে ১২৫ রানে ভর করে ওয়েস্ট ইন্ডিজ ২৭১ রান তুলে অলআউট হয়ে যায়। জবাবে ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৬৮ রানেই থমকে যায় বাংলাদেশের ইনিংস। আয়োজক দেশ জেতে মাত্র তিন রানে। হোল্ডার প্রথমে বল করতে এসেই ২০ রান দিয়েছিলেন।তাঁর চূড়ান্ত বোলিং বিশ্লেষণ ৬৬ রানে এক উইকেট। সেই হোল্ডারই শেষ ওভারে নিজেকে আক্রমণে নিয়ে আসেন। কিন্তু চাপের মুখে বল করতে এসেও মাত্র চার রান দিয়ে দলকে জয় এনে দিলেন তিনি। ওভারের প্রথম বলে বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ স্কোরার মুশফিকর রহিম ৬৮ রান করে মিড উইকেটে ক্যাচ তুলে ফিরে যান। পরের পাঁচ বলে মাত্র চার রান খরচ করেন হোল্ডার। জয়ের পর উচ্ছ্বসিত হোল্ডার বলেছেন, চাপের মুখেও নিজেদের প্রতি বিশ্বাস রেখেছিলেন তাঁরা। রান তাড়ার কাজটা তেড়েফুঁড়ে শুরু করেছিল বাংলাদেশ। মাত্র ৪.৪ ওভারেই ৫০ রান পূর্ণ করে নেয় তারা। সপ্তম ওভারে ৭১ রানে প্রথম উইকেট পড়ে বাংলাদেশের। পরবর্তী সময়ে তামিম ইকবাল (৫৪) এবং সাকিব অল হাসান (৫৬) দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়েছেন। মুশফিকর ও মাহমুদুল্লাহ (৩৯)-র জুটিতে চতুর্থ উইকেটে ৮৭ রান যোগ হয়। ওই সময় ম্যাচের পাল্লা পুরোপুরি বাংলাদেশের দিকেই ঝুঁকেছিল। ৪৬ তম ওভারের শুরুতে মাহমুদুল্লাহ রান আউট হওয়ার পর খেলার মোড় ঘুরে যায়। ওই সময় বাংলাদেশের রান ছিল চার উইকেটে ২৩২। বাংলাদেশের অধিনায়ক মাশরফি মোর্তাজা স্বীকার করেছেন, ম্যাচটা তাঁদের জেতা উচিত ছিল। কিন্তু বেশ কয়েকটা ভুলের খেসারত দিতে হল তাঁদের।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















