(Source: ECI/ABP News/ABP Majha)
Indian Athletes Update: বাটার চিকেন প্রিয় মনপ্রীতের, নীরজের ডায়েটের তালিকায় ফল
ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংহ। টোকিও থেকে অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছে ভারতীয় হকি দল। এতদিন কড়া রুটিনের মধ্য়ে থাকতে হয়েছে। কিন্তু বাটার চিকেন নাকি ভীষণ প্রিয় খাবার মনপ্রীতের।
নয়াদিল্লি: একজন ক্রীড়াবিদের জন্য, একজন অ্যাথলিটের জন্য তাঁর ফিটনেসের গুরুত্বই আলাদা। তবে পছন্দের খাবার পেলে চেখে দেখতে ভোলেন না তাঁরা। এই যেমন ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংহ। টোকিও থেকে অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছে ভারতীয় হকি দল। এতদিন কড়া রুটিনের মধ্য়ে থাকতে হয়েছে। কিন্তু বাটার চিকেন নাকি ভীষণ প্রিয় খাবার মনপ্রীতের। তবে জ্যাভলিনে দেশকে সোনা এনে দেওয়া নীরজ আবার খাবারের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। নিজের ডায়েট লিস্টে ফল রয়েছে নীরজের।
ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের ট্যুইটারে একটি র্যাপিড ফায়ার রাউন্ড চলছিল সেখানে বিভিন্নরকম মজার উত্তর দিতে দেখা গেল মনপ্রীত, অনুরাগ, নীরজ ও লভলিনাকে। ৪১ বছর পর হকিতে ভারত কোনও পদক জিতেছে অলিম্পিক্সের মঞ্চ থেকে। ভারত অধিনায়ক মনপ্রীত বলেন, 'আমি পদক জয়ের পরই মাকে ফোন করেছিলাম। আমার বাবার স্বপ্ন ছিল যে তিনি আমাকে দেখতে চাইতেন অলিম্পিক্সের পদক জয়ী হিসেবে। কিন্তু যখন আমি জয় পেলাম, তখন আর বাবা নেই আমাদের সঙ্গে।' মনপ্রীত আরও বলেন, যদি হকি না খেলতেন তবে হয়ত দুবাইয়ে ট্রাক চালাতেন তিনি।
পদক জয়ের পর প্রথম কাকে ফোন করেছিলেন? লভলিনা বড়গোঁহাই বলেন, 'আমিও পদক জয়ের পর প্রথম ফোন মাকেই করেছিলাম।' তবে নীরজ প্রথম ফোন করেছিলেন তাঁর সিনিয়র ও প্রাক্তন জ্যাভলিন থ্রোয়ার জয় চৌধুরীকে।
মজার এই প্রশ্নোত্তর পর্বে মনপ্রীত জানান যে ছোটবেলা তিনি মাকে সত্যি কথা বলতেন না। প্রচুর মিথ্যে কথা বলতেন ভয় পেয়ে। লভলিনা আবার জানিয়েছেন যে তিনি উচ্চতা নিয়ে ভয় পেতেন।
উল্লখ্য, এবারের অলিম্পিক্সে সবচেয়ে ভাল পারফর্ম করেছে ভারত। মোট ৭টি পদক এবার জিতেছে ভারতীয় অ্যাথলিটরা টুর্নামেন্ট থেকে। একটি সোনা, ২টো রুপো ও ৪টি ব্রোঞ্জ এসেছে এবার টোকিও থেকে ভারতের ঝুলিতে। গতবার রিও অলিম্পিক্সে মোট ২টো পদক এসেছিল ভারতের ঝুলিতে।