ABP Exclusive: 'পেনাল্টি কর্নারের বিশেষজ্ঞ ব্য়র্থ, কয়েকজনের শরীরী ভাষাতে ছিল হাল ছেড়ে দেওয়ার ইঙ্গিত'
Mir Ranjan Negi Exclusive: হারের পর সারারাত ঘুমোতে পারেননি তিনি। যন্ত্রণাবিদ্ধ মনে প্রশ্ন জেগেছে, পরাজয়ের আগেই হেরে যাওয়ার এই মানসিকতা কেন?
সন্দীপ সরকার, কলকাতা: দেশের মাটিতে বিশ্বকাপে হৃদয়ভঙ্গ ভারতীয় হকি দলের (Hockey India)। কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হরমনপ্রীত সিংহরা (Harmanprit Singh)। নিউজিল্যান্ডেরা কাছে ক্রসওভার ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে বিদায় নিয়েছে ভারত।
যে হারের পর সারারাত ঘুমোতে পারেননি তিনি। যন্ত্রণাবিদ্ধ মনে প্রশ্ন জেগেছে, পরাজয়ের আগেই হেরে যাওয়ার এই মানসিকতা কেন?
তিনি মীর রঞ্জন নেগি (Mir Ranjan Negi)। যাঁর জীবন নিয়ে তৈরি সিনেমা 'চক দে ইন্ডিয়া' ভারতীয় হকিতে অমর হয়ে রয়েছে। তাঁর চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইনদওরে রয়েছেন নেগি। সেখান থেকে মোবাইল ফোনে এবিপি লাইভকে বলছিলেন, 'প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে প্রবল দাপট দেখিয়েছিল ভারত। ৭০-৭৫ শতাংশ বল পজেশন আমরা রেখেছিলাম। বিপক্ষ খেলোয়াড়দের কাছ থেকে বল কেড়ে নিচ্ছিল আমাদের ছেলেরা। টুর্নামেন্টের শুরুটা দারুণ হয়েছিল। প্রথম ম্যাচ জেতার পর হকি ঘিরে গোটা দেশে উন্মাদনা তৈরি হচ্ছিল। ১৫ দিন আগেও অনেকে জানতেন না যে, দেশে হকি বিশ্বকাপ হচ্ছে। অথচ ভারতের প্রথম ম্যাচ জয়ের পরই সকলে উৎসাহিত হয়ে পড়েছিলেন।'
তারপরই আক্ষেপের সুরে নেগি বললেন, 'তবে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সেই ছন্দ দেখিনি। আমি রৌরকেল্লার মাঠে ছিলাম। সঙ্গে অনেক অলিম্পিয়ান হকি খেলোয়াড় ছিল। প্রায় ২৫ হাজার মানুষ। গ্যালারি গর্জন করছে। সকলে ভারতকে সমর্থন করছেন। বিদেশি দলগুলোকে চাপে ফেলে দেওয়ার জন্য তা যথেষ্ট। কারণ, বিদেশের হকি মাঠে এত ভিড় দেখে ওরা অভ্যস্ত নয়। কিন্তু উল্টে দেখলাম, আমাদের দলই চাপে পড়ে গেল।'
বিশ্বকাপে বিপর্যয়ের কারণ কী? নেগি বলছেন, 'অধিনায়ক হরমনপ্রীত সিংহের দিকে গোটা দেশ তাকিয়েছিল। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ হরমনপ্রীত। কিন্তু পেনাল্টি কর্নারে ভরাডুবি হল। দলের পেনাল্টি বিশেষজ্ঞ ব্যর্থ হলে বিপর্যয় তো হবেই। হরমনপ্রীতের কী সমস্যা হল বুঝতে পারিনি। শারীরিকভাবে তো ফিটই দেখিয়েছে। পাশাপাশি দলের ২-৩ জন খেলোয়াড়কে দেখে মনে হয়েছে যেন ওরা আগেই হেরে গিয়েছে। হাল ছেড়ে দেওয়ার ইঙ্গিত ছিল।'
নিউজিল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হারের পর নেগি বলছেন, 'আমাদের গোলকিপার যেভাবে ওদের দুটি বাঁচিয়েছিল, দুই গোলের লিড পেয়ে গিয়েছিলাম। টাইব্রেকারে শুধু শামসেরকে গোল করলেই হতো। সেখান থেকে ম্যাচ হেরে গেলাম। এই ফল মেনে নেওয়া যাচ্ছে না।'
ভারতীয় হকি দলকে স্পনসর করে ওড়িশা সরকার। সেই ওড়িশাতেই হচ্ছে বিশ্বকাপ। অথচ ট্রফির দৌড়ে নেই ভারত। নেগি বলছেন, 'সারা দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য এই ফল ভীষণ হতাশাজনক। সারা দেশ সমর্থন করেছিল। পেনাল্টি শ্যুট আউটে গোল নষ্টের পর মানসিকভাবে সবাই ভেঙে পড়েছিলাম। কেউ ঘুমোতে পারিনি। অনেক প্রত্যাশা ছিল। দেশের মাটিতে বিশ্বকাপ। ওড়িশার মাটিতে খেলা। কিন্তু সব স্বপ্ন শেষ হয়ে গেল।'
ভারতের হারের পর কোচ গ্রাহাম রিড বলেছেন, খেলোয়াড়দের মানসিকতায় সমস্যা থাকতে পারে। তিনি মনোবিদ আনার কথাও বলেছেন। যদিও নেগির সায় নেই। বরং রিডের কথা শুনে বেশ বিরক্ত তিনি। ফোন রাখার আগে বললেন, 'রিড ভিত্তিহীন কথা বলছেন। যা চেয়েছেন, সব পেয়েছেন। ভারত সবরকম সুবিধা দিয়েছে। এরপরেও এই ফল হতাশাজনক।'
আরও পড়ুন: ABP Exclusive: বায়োপিকের চিত্রনাট্য চূড়ান্ত করতে আজই মুম্বই যাচ্ছেন সৌরভ