এক্সপ্লোর
শুধু দলের জন্যই নয়, দেশের জন্যও মাঠে নামি, ইঙ্গিতপূর্ণ টুইট রোহিতের
ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা হওয়ার আগে কোহলি নিজে তাঁর ও রোহিতের দূরন্ত নিয়ে জল্পনা উড়িয়ে দিয়েছেন

LEEDS, ENGLAND - JULY 06: Virat Kohli of India interviews Rohit Sharma of India at the end of the match during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Sri Lanka and India at Headingley on July 06, 2019 in Leeds, England. (Photo by Stu Forster-IDI/IDI via Getty Images)
নয়াদিল্লি: তাঁর ও বিরাট কোহলির সম্পর্ক নিয়ে দেশের ক্রিকেটমহলে জল্পনা দীর্ঘদিনের। যা আরও সামনের সারিতে এসেছে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায়ের পর। যদিও ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা হওয়ার আগে কোহলি নিজে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি, রোহিত শর্মা, নিজে এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। তবে বুধবার একটি ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার। তিনি লিখেছেন, ‘আমি শুধু দলের জন্যই নয়, দেশের জন্যও মাঠে নামি।’ সঙ্গে দেশের জার্সি পরে মাঠে নামার একটি ছবিও পোস্ট করেন হিটম্যান। ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা হওয়ার আগে সাংবাদিক সম্মেলনে কোহলি বলেন, ‘লোকে মিথ্যা কথার ওপর ভিত্তি করে চলছে।’ তিনি এও বলেছিলেন, ‘ভীষণ বিভ্রান্তিকর। এই ধরনের খবর পড়াটা খুব হাস্যকর।’
দুই তারকার সম্পর্কে চিড় ধরার জল্পনা উড়িয়ে দিয়েছেন জাতীয় দলের কোচ রবি শাস্ত্রীও। যদিও তাতে জল্পনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। বরং অনেকে এখনও মনে করেন যে, বিরাট-রোহিতের দূরত্ব চলছে। যে জল্পনা বেঁচে রইল রোহিতের টুইটে।I don’t just walk out for my Team. I walk out for my country. pic.twitter.com/S4RFkC0pSk
— Rohit Sharma (@ImRo45) July 31, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















