এক্সপ্লোর
আমার চোখে জল এসে গিয়েছিল, ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ের পর বলছেন গাওস্কর
সিডনি: শুধু বিরাট কোহলি ও তাঁর সতীর্থরা বা কোচ রবি শাস্ত্রী ও সহকারীদের কাছেই নয়, প্রাক্তন ক্রিকেটারদের কাছেও অস্ট্রেলিয়ায় প্রথমবার ভারতীয় দলের টেস্ট সিরিজ জয়ের মুহূর্তটি অত্যন্ত আবেগঘন। প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্করও সিডনি টেস্ট ড্র হওয়ার পর আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি নিজেই সে কথা জানিয়েছেন।
ম্যাচ শেষ হওয়ার পর বিরাটের দলের প্রশংসা করে গাওস্কর বলেন, ‘এমন নয় যে আমি যখন খেলতাম তখন আমরা জেতার জন্য খেলতাম না। আমরাও জেতার জন্যই খেলতাম। কিন্তু এই দল ফিটনেসের ক্ষেত্রে অন্য মাত্রায়। অধিনায়কই ফিটনেসের ক্ষেত্রে পথ দেখিয়েছে। আমাদের সময় আমরা ব্যক্তিগতভাবে ফিটনেস ট্রেনিং করতাম।’
"I have tears in my eyes," says Sunil Gavaskar, the man who has lived through most of it all.
That tells you everything. #AUSvIND
— Vinayakk (@vinayakkm) January 7, 2019
অস্ট্রেলিয়া দলে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের না থাকার কথা উল্লেখ করে যাঁরা ভারতের এই জয়কে খাটো করার চেষ্টা করছেন তাঁদের একহাত নিয়ে গাওস্কর বলেছেন, ‘অস্ট্রেলিয়া দলে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের না থাকার দায় ভারতীয় দলের নয়। অস্ট্রেলিয়া ওদের কম দিনের জন্য নির্বাসিত করতে পারত। কিন্তু মনে করা হয়েছিল, এক বছরের নির্বাসন অস্ট্রেলিয়ার ক্রিকেটের পক্ষে ভাল হবে। যারা খেলাকে কালিমালিপ্ত করে, তাদের কাছে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement