ICC World Cup at Eden Gardens : সেমিফাইনাল সহ বিশ্বকাপের ৫ ম্যাচ ইডেনে, খেলবে ভারত, পাকিস্তান
ICC World Cup 2023 : ১৬ নভেম্বর বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের আসর বসবে ইডেন গার্ডেন্সে।
![ICC World Cup at Eden Gardens : সেমিফাইনাল সহ বিশ্বকাপের ৫ ম্যাচ ইডেনে, খেলবে ভারত, পাকিস্তান ICC 2023 World Cup India Pakistan will Play 5 matches including Semifinal Awarded to Eden Gardens ICC World Cup at Eden Gardens : সেমিফাইনাল সহ বিশ্বকাপের ৫ ম্যাচ ইডেনে, খেলবে ভারত, পাকিস্তান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/52cac60b3601848e6f12fe1f7ab0bce1168784932112752_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : খেলবে ভারত (India)। জোড়া ম্যাচ পাকিস্তানের (Pakistan)। ম্যাচ রয়েছে বাংলাদেশেরও। সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালও (World Cup SemiFinal)। বিশ্বকাপ ক্রিকেটের (ICC World Cup 2023) চূড়ান্ত ক্রীড়াসূচি প্রকাশিত। সেমিফাইনাল সহ পাঁচটি ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স (Eden Gardens)। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ফাইনাল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
১৬ নভেম্বর বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের আসর বসবে ইডেন গার্ডেন্সে। আর তার আগে গ্রুপপর্যায়ের মোট চারটি ম্যাচ হবে ক্রিকেটের নন্দন কাননে। যার মধ্যে পাকিস্তান খেলবে জোড়া ম্যাচে। তাছাড়া বাংলাদেশেরও দু'টি ম্যাচও রয়েছে। ২৮ অক্টোবর শাকিব আল হাসান, লিটন দাসরা কোয়ালিফায়ার ১ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলের সঙ্গে ম্যাচ খেলবে। গ্রুপপর্যায়ে ভারতের একটি ম্যাচ ইডেনে।
৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলি-রোহিত শর্মারা খেলবে ইডেনে। পাশাপাশি পাকিস্তান-বাংলাদেশের ডুয়েলও হবে ইডেনে। ৩১ অক্টোবর যে ম্যাচ। আর ১২ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে পাক শিবিরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচও পেয়েছে ইডেন।
ভারত ৮ অক্টোবর বিশ্বকাপের অভিযান শুরু করবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে যে ম্যাচ। যার তিনদিন পরে (১১ অক্টোবর) নয়াদিল্লিতে আফগানিস্তানের সঙ্গে খেলা। ১৫ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে মহারণ। ১৯ অক্টোবর পুণে বাংলাদেশ, ২২ অক্টোবর ধরমশালায় নিউজিল্যান্ড ও ২৯ অক্টোবর লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ টিম ইন্ডিয়ার।
মুম্বইতে ২ নভেম্বর কোয়ালিফায়ার- ২ দলের বিরুদ্ধে ম্যাচ। আর কোয়ালিফায়ার -১ দলের বিরুদ্ধে বেঙ্গালুরুরে গ্রুপপর্বের শেষ ম্যাচ ভারতের।
একঝলকে গ্রুপপর্বে বিশ্বকাপে ভারতের সূচি-
দিন | প্রতিপক্ষ | ভেনু |
৮ অক্টোবর ২০২৩ | অস্ট্রেলিয়া | চেন্নাই |
১১ অক্টোবর ২০২৩ | আফগানিস্তান | নয়াদিল্লি |
১৫ অক্টোবর ২০২৩ | পাকিস্তান | আমদাবাদ |
১৯ অক্টোবর | বাংলাদেশ | পুণে |
২২ অক্টোবর | নিউজিল্যান্ড | ধরমশালা |
২৯ অক্টোবর | ইংল্যান্ড | লখনউ |
২ নভেম্বর | কোয়ালিফায়ার- ২ | মুম্বই |
৫ নভেম্বর | দক্ষিণ আফ্রিকা | ইডেন গার্ডেন্স- কলকাতা |
১১ নভেম্বর | কোয়ালিফায়ার -- ১ | বেঙ্গালুরু |
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)