এক্সপ্লোর
কোভিড-১৯ এর প্রকোপ, বল পালিশে থুতুর ব্যবহার নিষিদ্ধের সুপারিশ আইসিসি-র ক্রিকেট কমিটির
করোনাভাইরাস সংক্রমণজনিত ঝুঁকি এড়াতে খেলোয়াড় ও ম্যাচ আধিকারিকদের সুরক্ষার জন্য আইসিসি-র বিধিনিয়মে পরিবর্তনের সুপারিশ আইসিসি-র ক্রিকেট কমিটির। কনফারেন্স কলে অনিল কুম্বলের নেতৃত্বাধীন কমিটি কোভিড-১৯ সংক্রান্ত সমস্যা মোকবিলার উপায় নিয়ে বৈঠক করে।
নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণজনিত ঝুঁকি এড়াতে খেলোয়াড় ও ম্যাচ আধিকারিকদের সুরক্ষার জন্য আইসিসি-র বিধিনিয়মে পরিবর্তনের সুপারিশ আইসিসি-র ক্রিকেট কমিটির। কনফারেন্স কলে অনিল কুম্বলের নেতৃত্বাধীন কমিটি কোভিড-১৯ সংক্রান্ত সমস্যা মোকবিলার উপায় নিয়ে বৈঠক করে। সেইসঙ্গে ম্যাচে বলের অবস্থা বজায় রাখা ও আম্পায়ার ও ম্যাচ রেফারি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে। কমিটির সুপারিশগুলি অনুমোদনের জন্য আগামী জুনের মধ্যে এবার আইসিসি চিফ এক্সিকিউটিভ কমিটির কাছে পেশ করা হবে।
ম্যাচ বল
এই বিষয়টি নিয়ে আইসিসি ক্রিকেট কমিটি আইসিসি-র মেডিক্যাল পরামর্শদাতা কমিটির বক্তব্য শোনে। থুথু বা লালা থেকে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকির বিষয়টি মাথায় রেখে কমিটি বল পালিশ করতে থুতুর ব্যবহার নিষিদ্ধ করার সুপারিশ করেছে।
ঘামের মধ্যে দিয়ে সংক্রমণের আশঙ্কা তেমন নেই বলে মেডিক্যাল কমিটির বক্তব্য উল্লেখ করে কমিটি জানিয়েছে, এক্ষেত্রে ঘামের ব্যবহার নিষিদ্ধ করার প্রয়োজন নেই। একইসঙ্গে মাঠ ও মাঠের বাইরে বর্দ্ধিত স্বাস্থ্যবিধির সুপারিশ করেছে কমিটি।
আন্তর্জাতিক ম্যাচে অ-নিরপেক্ষ আম্পায়ার ও রেফারি নিয়োগ
চলতি নিয়ম অনুযায়ী পুরুষদের টেস্ট, একদিনের ম্যাচে ও টি ২০-তে অংশগ্রহণকারী দলগুলির দেশ থেকে আধিকারিক নিয়োগের ব্যবস্থা নেই। কিন্তু আন্তর্জজাতিক সীমান্তগুলি বন্ধ করে আন্তর্জাতিক সফর সংক্রান্ত চ্যালেঞ্জের কথা মাথায় রেখে কমিটি স্বল্পমেয়াদের জন্য স্থানীয় আধিকারিক নিয়োগের সুপারিশ করেছে। এই নিয়োগ আইসিসি-র মাধ্যেয়ে স্থানীয় এলিট ও আন্তর্জাতিক প্যানেল রেফারি ও আম্পায়ারদের মধ্যে থেকেই হবে। যেখানে কোনও এলিট প্যানেলের ম্যাচ অফিসিয়াল নেই, সেখানে স্থানীয় আন্তর্জাতিক প্যনেলের সেরা ম্যাচ আধিকারিকদের নিয়োগ করা হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement