ODI World Cup 2023 : নজরে অজিদের বিরুদ্ধে বদলা, দেশের দ্বিতীয় পুরনো স্টেডিয়াম চিপকের সাত সতেরো
MA Chidambaram Stadium : আসন্ন ওডিআই বিশ্বকাপের পাঁচটি ম্যাচ আয়োজিত হবে চেন্নাইতে। আগামী ৮ অক্টোবর এবারের বিশ্বকাপের চিপকে প্রথম ম্যাচই ভারত-অস্ট্রেলিয়া।
চেন্নাই : ইডেন গার্ডেন্সের (Eden Gardens) পর ভারতের সবথেকে পুরনো ক্রিকেট মাঠ। এমএ চিদম্বরম স্টেডিয়াম (M. A. Chidambaram Stadium)। যা পরিচিত চিপক (Chepuk)) নামেই। আসন্ন ওডিআই বিশ্বকাপের পাঁচটি ম্যাচ আয়োজিত হবে চেন্নাইতে। যার মধ্যে রয়েছে ভারত-অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ লড়াইও। এবিপি লাইভ ওয়ান ডে বিশ্বকাপের দশ স্টেডিয়ামের হাল হকিকত জানাতে শুরু করেছে বিশেষ এই সিরিজ়। যার নবম পর্বে বিস্তারিত আলোচনা চিপক নিয়ে।
১৯৮৭, ১৯৯৬ ও ২০১১, এর আগে ভারতের মাটিতে আয়োজিত তিনটি একদিনের আন্তর্জাতিকের বিশ্বকাপেরই ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছিল দেশের তৃতীয় সবথেকে পুরনো টেস্ট ভেন্যু চিপক। এমএ চিদম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ বলতেই ক্রিকেটপ্রেমীদের মনে পড়ে যায় ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। যেবার অজিরা মাত্র ১ রানের ব্যবধানে টেক্কা দিয়েছিল ভারতকে (India)। চিপকে যা ছিল প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচও। তাই বিশ্বকাপের সূচিতে ফের একবার ভারত-অস্ট্রেলিয়ার মহারণ চেন্নাইয়ে আয়োজিত হওয়ায় দেশের ক্রিকেটপ্রেমীদের মনে-মাথায় ঘুরছে বদলার কথা। আগামী ৮ অক্টোবর এবারের বিশ্বকাপের চিপকে প্রথম ম্যাচই ভারত-অস্ট্রেলিয়া।
১৯৯৬ সালে একটি ও ২০১১ সালের বিশ্বকাপে চারটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছিল এমএ চিদম্বরম স্টেডিয়াম। একটি ভারতেরও ম্যাচ তারা পেয়েছিল সেবার। যে ম্যাচে অবশ্য হতাশা নয়। মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে ভারতীয় দল দেখিয়েছিল দাপট। এবারের বিশ্বকাপে খেলার সুযোগ না করতে পারা তথা তথা দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সেই ম্যাচে ৮০ রানে হারিয়েছিল ভারত। সময়ের সঙ্গে আইপিএলের মঞ্চে চেন্নাই সুপার কিংস ও মাহির ঘরের মাঠ হয়ে ওঠা চিপকের সেই ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন যুবরাজ সিংহ। প্রসঙ্গত, যারপর ঐতিহাসিক দ্বিতীয় বিশ্বকাপ জেতার পথেও এগিয়েছিল ভারত। ঘরের মাঠে সেই সাফল্যের কীর্তিও ফের একবার রোহিত শর্মা (Rohit Sharma)- বিরাট কোহলিরা (Virat Kohli) ফেরাবেন বলেই প্রত্যাশার বুক বাঁধছেন দেশের ক্রীড়াপ্রেমীরা। আর সেই লক্ষ্যেই চিপক তথা এমএ চিদম্বরম স্টেডিয়ামে জয়ের ধারা যাতে ভারত বজায় রাখে, রয়েছে সেই প্রত্যাশাও। এমনিতেই চেন্নাইয়ের মাটিতে একদিনের আন্তর্জাতিকে ভারতের ট্র্যাক রেকর্ড বেশ ভাল।
পিচ ও দর্শকসংখ্যা - চিপক মানেই খানিক নিচু ঘূর্ণি উইকেট (Spiining Wicket)। বঙ্গোপসাগরের মেরিনা বিচের খানিক দূরে অবস্থিত চিপকে বরাবরই বাড়তি দাপট দেখিয়ে থাকেন স্পিনাররা। বলা ভাল, ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাঁদের। ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে খানিক মন্থর হতে থাকে পিচের চরিত্র। তাই চিপকে টসে জিতলে প্রথমে ব্যাট করে বড় রান খাড়া করার দিকেই ঝোঁকে দলগুলি। আর এমএ চিদম্বরম স্টেডিয়াম বলতেই কার্যত চোখে ভাসে চেন্নাইয়ের (Chennai) ক্রিকেটপাগল জনতার কথা। ৩৮ হাজারের চিপকে বারবার কার্যত শব্দব্রহ্ম উঠতে দেখতেই অভ্যস্ত ক্রিকেটজনতা।
চেন্নাইয়ে একদিনের আন্তর্জাতিকে ভারত- এমএ চিদম্বরম স্টেডিয়ামে খেলা ১৩ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ৭ টিতেই জিতেছে ভারত। ১ টি খেলার কোনও ফলাফল হয়নি। আর ৫ ম্যাচে হার মানতে হয়েছে মেন ইন ব্লুকে।
চিপকে ২০২৩ বিশ্বকাপের ম্যাচ-
দিন | ম্যাচ | সময় |
অক্টোবর ৮ | ভারত বনাম অস্ট্রেলিয়া | দুপুর ২ টো |
অক্টোবর ১৩ | বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড | দুপুর ২ টো |
অক্টোবর ১৮ | নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান | দুপুর ২ টো |
অক্টোবর ২৩ | পাকিস্তান বনাম আফগানিস্তান | দুপুর ২ টো |
অক্টোবর ২৭ | দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান | দুপুর ২ টো |
আরও পড়ুন- কুম্বলে-রোহিতদের রূপকথার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে শাপমোচনের অপেক্ষায় ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial