ICC Ranking: চোট সারিয়ে ফিরেই টি-টোয়েন্টিতে সেরা বোলারদের তালিকায় লম্বা লাফ বুমরার, ODI-তে চারে গিল
Indian Cricket Team: সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজে ধারাবাহিকতা দেখাতে পারেননি। তবে ৭৪৩ পয়েন্ট সহ চারে রয়েছেন শুভমন। পাঁচে রয়েছেন ফখর জামান। তাঁর সংগৃহীত পয়েন্ট ৭৪০।
দুবাই: হাম্বানটোটায় প্রথম ওয়ান ডে ম্যাচে আফগানিস্তানকে ১৪২ রানে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। তারপরই আইসিসি (ICC) ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে পাক ক্রিকেটারেরা লাভবান হলেন।
আফগানিস্তানের বিরুদ্ধে ৬১ রান করেছিলেন ইমাম উল হক (Imam Ul Haq)। বুধবার প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে ওয়ান ডে ব্যাটারদের তালিকায় এক ধাপ উঠে তিন নম্বরে রয়েছেন ইমাম। আফগানদের বিরুদ্ধে ৩ বলে কোনও রান না করে ফিরলেও ওয়ান ডে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষেই রয়েছেন বাবর আজ়ম। ৮৮০ পয়েন্ট সহ বাকিদের চেয়ে অনেক এগিয়ে তিনি। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার রাসি ফান ডার ডাসেন। তাঁর পয়েন্ট ৭৭৭। তিন নম্বরে উঠে আসা ইমামের পয়েন্ট ৭৫২।
চতুর্থ স্থানে রয়েছেন ভারতের শুভমন গিল। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজে ধারাবাহিকতা দেখাতে পারেননি। তবে ৭৪৩ পয়েন্ট সহ চারে রয়েছেন শুভমন। পাঁচে রয়েছেন ফখর জামান। তাঁর সংগৃহীত পয়েন্ট ৭৪০।
ওয়ান ডে বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। ৭০৫ রেটিং পয়েন্ট সহ। সতীর্থ মিচেল স্টার্ক ৬৮৬ পয়েন্ট সহ রয়েছেন দুই নম্বরে। পাকিস্তানের বিরুদ্ধে ভাল বোলিং করার পুরস্কার পেয়েছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। পাকিস্তানের বিরুদ্ধে তিন উইকেট নিয়েছেন তিনি। তিন ধাপ উঠে তিন নম্বরে রয়েছেন তিনি।
আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দীর্ঘদিন পরে মাঠে ফিরেছেন যশপ্রীত বুমরা। চোট সারিয়ে ফিরে উইকেটও নিচ্ছেন। আইরিশদের বিরুদ্ধে তিনিই ভারতীয় দলের অধিনায়ক। টি-টোয়েন্টিতে বোলারদের ব়্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন আমদাবাদের ডানহাতি পেসার। একবারে ৭ ধাপ লাফিয়ে ৮৪ নম্বরে উঠে এসেছেন বুমরা। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় যে দৌড়ে বেশ পিছিয়ে পড়েছিলেন তিনি। সমর্থকেরা মনে করছেন, তাঁর প্রথম দশে ঢুকে পড়া স্রেফ সময়ের অপেক্ষা।
আইরিশদের বিরুদ্ধে নজরকাড়া বোলিং করেছেন রবি বিষ্ণোই। এক লাফে ১৭ দাপ এগিয়েছেন তিনি। লেগস্পিনার রয়েছেন ৬৫ নম্বরে।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে জোর ধাক্কা! জামিনের আবেদন করতে হবে ভারতীয় দলের তারকাকে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন