Mohammed Shami: বিশ্বকাপের আগে জোর ধাক্কা! জামিনের আবেদন করতে হবে ভারতীয় দলের তারকাকে?
ODI World Cup: রোহিত শর্মার হাতে ট্রফি উঠবে কি না, অনেকটাই নির্ভর করে রয়েছে বল হাতে শামির পারফরম্য়ান্সের ওপর। কিন্তু তার মাঝে বাইশ গজ নয়, শামিকে দৌড়তে হবে মাঠের বাইরের ম্যাচ বাঁচাতে।
![Mohammed Shami: বিশ্বকাপের আগে জোর ধাক্কা! জামিনের আবেদন করতে হবে ভারতীয় দলের তারকাকে? Alipore Court has ordered Indian cricketer Mohammed Shami and his elder brother to take bail within 30 days in case against Hasin Jahan Mohammed Shami: বিশ্বকাপের আগে জোর ধাক্কা! জামিনের আবেদন করতে হবে ভারতীয় দলের তারকাকে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/b8cd76d9b3cb0e1e5f6579033583971f169277512268550_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: দরজায় কড়া নাড়ছে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। তার আগে রয়েছে এশিয়া কাপ (Asia Cup)। বেঙ্গালুরুতে ৬ দিনের প্রস্তুতি শিবির করবে ভারতীয় দল (Indian Cricket Team)। বড় মাপের টুর্নামেন্টে সাম্প্রতিক ব্যর্থতা ভুলে ট্রফি জিততে মরিয়া ভারতীয় শিবির।
আর তার মাঝে কি না জামিন নিতে আদালতে দৌড়তে হবে জাতীয় দলের তারকা ক্রিকেটারকে?
স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan) সঙ্গে আইনি লড়াইয়ে কিছুটা বিপাকে মহম্মদ শামি। যিনি এশিয়া কাপ ও বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম সেরা অস্ত্র। রোহিত শর্মার হাতে ট্রফি উঠবে কি না, অনেকটাই নির্ভর করে রয়েছে বল হাতে শামির পারফরম্য়ান্সের ওপর। কিন্তু তার মাঝে বাইশ গজ নয়, শামিকে দৌড়তে হবে মাঠের বাইরের ম্যাচ বাঁচাতে।
বুধবার আলিপুর আদালত নির্দেশ দিয়েছে, মহম্মদ শামি ও তাঁর দাদা হাসিব আমেদকে এক মাসের মধ্যে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করতে হবে।
২০১৮ সালে যাদবপুর থানায় হাসিন জাহানের দায়ের করা এফআইআরের ভিত্তিতে মহম্মদ শামি, তাঁর দাদা হাসিব আমেদ, শামা পারভিন, অঞ্জুমান আরা বেগম ও সাবিনা অঞ্জুমের বিরুদ্ধে ৪৯৮ এ, ৩২৩, ৩০৭, ৩৭৬, ৫০৬, ৩২৮ ও ৩৪ - ভারতীয় দণ্ডবিধির মোট সাত ধারায় মামলা রুজু হয়। পরে অবশ্য চার্জশিটে পুলিশ জানায়, শামা পারভিন, অঞ্জুমান আরা বেগম ও সাবিনা অঞ্জুমের বিরুদ্ধে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া যায়নি। তবে শামি ও তাঁর দাদার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়। তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা না হলেও, হাজিরা দিতে বলা হয়। বিদেশে খেলতে যাওয়ায় তখন বাড়তি সময় চেয়ে নিয়েছিলেন শামি।
সোমবার আলিপুর আদালত জানিয়েছে, ৩০ দিনের মধ্যে আদালতে হাজিরা দিতে হবে শামি ও তাঁর দাদা হাসিব আমেদকে। তাঁদের জামিনের জন্য আবেদন করতে হবে। শামির খ্যাতির কথা ও ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করার কথা মাথায় রেখে কোনও গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে না। তবে ৩০ দিনের মধ্যে জামিন নিতে হবে শামিকে।
এশিয়া কাপ ও বিশ্বকাপে প্রতিপক্ষ ব্যাটারদের কীভাবে নাস্তনাবুদ করা যায়, তার পরিকল্পনা সারার ফাঁকে আইনি লড়াইয়ের জন্যও প্রস্তুতি নিতে হবে ডানহাতি পেসারকে।
আরও পড়ুন: হোয়াইটওয়াশের হাতছানি, আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে কি সুযোগ পাবেন শাহবাজরা?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)