NZ vs SCT, Match Highlights: স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের চাপ বাড়াল কিউয়িরা
ICC T20 WC 2021, NZ vs SCT: এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্কটল্যান্ড। ওপেনিংয়ে ড্যারেল মিচেল তাড়াতাড়ি এদিন ফিরে গেলেও দুরন্ত ছন্দে ছিলেন মার্টিন গাপ্টিল।
দুবাই: দুর্বল প্রতিপক্ষ। জয় আসবে, তা একপ্রকার নিশ্চত ছিলই। সেই মতোই স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড। ব্যাট হাতে দুবাইয়ে ঝড় তুললেন মার্টিন গাপ্টিল। অল্পের জন্য শতরান মিস করলেন যদিও তিনি। প্রথমে ব্যাট করতে নেমে এদিন নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান বোর্ডে তুলে নেয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৬ রানই করতে পারে স্কটল্যান্ড। এই জয়ের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের এগিয়ে যাওয়ার রাস্তা আরও শক্ত করে দিল কিউয়িরা।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্কটল্যান্ড। ওপেনিংয়ে ড্যারেল মিচেল তাড়াতাড়ি এদিন ফিরে গেলেও দুরন্ত ছন্দে ছিলেন মার্টিন গাপ্টিল। প্রথম থেকেই মারকাটারি ইনিংস খেলা শুরু করেন তিনি। এদিন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন খাতা খোলার আগেই ফিরে যান প্যাভিলিয়ন। তবে আটকানো যায়নি গাপ্টিলকে। দলের মিডল অর্ডার এদিন সেভাবে রান পায়নি। কিন্তু রণংদেহী মূর্তিতে ব্যাট করে ৫৬ বলে ৯৩ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকান কিউয়ি ওপেনার। লোয়ার অর্ডারে গ্লেন ফিলিপস ৩৩ রানের ইনিংস খেলেন। যার ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান তুলে নেয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে যদিও ভালই লড়াই করে স্কটল্যান্ড। দলের প্রত্যেকে সম্মিলিতভাবে রান করায় ৫ উইকেট হারায় শেষ পর্যন্ত ১৫৬ রান তুলতে পারে স্কটিশরা। তবে ম্যাচে জয় পায়নি তারা। এদিকে এদিন বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে আন্তর্জাতিক মঞ্চে ৩ হাজার রান পূর্ণ করেন মার্টিন গাপ্টিল। তালিকায় যদিও শীর্ষে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
A spectacular way to enter the 3,000 T20I run club for @Martyguptill! 93 today in Dubai against @CricketScotland. Guptill joins @SuzieWBates (3344* runs) as the only New Zealanders with 3,000+ T20I runs. #StatChat #T20WorldCup pic.twitter.com/Sy4GXZDc1u
— BLACKCAPS (@BLACKCAPS) November 3, 2021
এই ম্যাচে জয়ের ফলে দ্বিতীয় গ্রুপে ৩ ম্যাচে ২টো ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। বুধবার দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় দল।
আরও পড়ুন: ধারাবাহিক পারফরম্যান্স, ডেভিড মালানকে টপকে ব্যাটারদের তালিকায় শীর্ষে বাবর