AUS VS NZ, 1st Innings: অর্ধশতরান কনওয়ের, ঝোড়ো ব্যাটিং অ্যালেনের, বোর্ডে দুশো তুলে ফেলল নিউজিল্যান্ড
T20 World Cup: ওপেনে নেমে ১৬ বলে ঝোড়ো ৪২ রানের ইনিংস খেলেন ফিন অ্যালেন। মূলত এই ২ জনের ব্যাটিংয়ের ওপর ভর করেই বড় রান বোর্ডে তুলে নিল নিউজিল্যান্ড।
সিডনি: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২-র প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই বোর্ডে উঠল দুশো রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ২০০ রান বোর্ডে তুলে নিল কিউয়ি বাহিনী। অপরাজিত ৯২ রানের ঝকঝকে ইনিংস খেললেন ডেভন কনওয়ে। ওপেনে নেমে ১৬ বলে ঝোড়ো ৪২ রানের ইনিংস খেলেন ফিন অ্যালেন। মূলত এই ২ জনের ব্যাটিংয়ের ওপর ভর করেই বড় রান বোর্ডে তুলে নিল নিউজিল্যান্ড।
ওপেনে ফিন অ্যালেনের ব্যাটে ঝড়
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কিন্তু বোলাররা অধিনায়কের সিদ্ধান্তের মর্যাদা রাখতে পারলেন না। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন কিউয়িদের ডানহাতি ওপেনার ফিন অ্যালেন। মার্টিন গাপ্তিলের বদলে তাঁকে খেলানো হয়েছিল প্রথম একাদশে। সেই সুযোগের একেবার সদ্বব্য়বহার করলেন অ্যালেন। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।
ডেভন কনওয়ে অন্যদিকে ৫৮ বলে ৯২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৭টি বাউন্ডারি ও ২টাে ছক্কা হাঁকান। অপরাজিত থেকে যান তিনি। কেন উইলিয়ামসন ২৩ রানের ইনিংস খেলেন। অন্য়দিকে জিমি নিশাম ২টো ছক্কার সাহায্যে ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন।
আগামী বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। আগেই এমনটা জানিয়ে দিয়েছিলেন জয় শাহ। বোর্ড সভাপতি রজার বিনিও জানিয়েছিলেন পুরো বিষয়টাই কেন্দ্রের ওপর। সরকারের তরফে সবুজ সংকেত না পেলে কোনওভাবেই পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। এবার রোহিত শর্মা এই ইস্যুতে প্রথমবার মুখ খুললেন। আগামীকাল টি-টােয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রোহিতের মুখে এশিয়া কাপ।
কী বললেন রোহিত?
পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাওয়া প্রসঙ্গে রোহিত বলেন, ''আমরা আপাতত কালকের ম্যাচ নিয়েই ভাবছি। বিশ্বকাপের পর কী হবে দেখা যাবে। বিসিসিআই যে সিদ্ধান্ত নেবে, সেটাই হবে। কিন্তু এই মুহূর্তে আগামীকালের ম্যাচ ছাড়া অন্য় কিছু নিয়ে ভাবছি না।''
কী বলছেন জয় শাহ?