T20 World Cup: দীপাবলির পার্টি বাতিল, সতীর্থদের কড়া নির্দেশ দ্রাবিড়, রোহিতের
T20 World Cup 2022: গোটা দলকে সতর্ক করে দেওয়া হয়েছে। শুধু পাকিস্তান ম্যাচ জিতে বেশি আনন্দে গা ভাসাতে রাজি নন কেউই। দলের ফোকাস নষ্ট হয়ে যেতে পারে বলে মনে করছেন সবাই।
মেলবোর্ন: পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পর থেকেই তা গোটা দেশে উৎসবের আকার নিয়েছে। দিওয়ালির আনন্দ যেন দ্বিগুন বাড়িয়ে দিয়েছে এই ম্যাচ। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের কোচ ও অধিনায়কের তরফে গোটা দলকে সতর্ক করে দেওয়া হয়েছে। শুধু পাকিস্তান ম্যাচ জিতে বেশি আনন্দে গা ভাসাতে রাজি নন কেউই। দলের ফোকাস নষ্ট হয়ে যেতে পারে বলে মনে করছেন সবাই।
নাম প্রকাশে অনিচ্ছুক টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, ''পাকিস্তান ম্যাচ অতীত। সামনে অনেক বড় লক্ষ্য। ম্যাচের পরে প্লেয়ারদের মধ্যে মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পাকিস্তান ম্য়াচের ফল ভুলে গিয়ে সামনের দিকে তাকাতে হবে।''
একসময়ের তাঁদের জুটিই ভারতীয় ক্রিকেটের আলোচ্য বিষয়। কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলির জুটির রসায়ন নিয়ে কত কথাই উঠত। এই মহূর্তে শাস্ত্রী যেমন কোচিং ছেড়ে ফের কমেন্ট্রিতে ফিরেছেন। বিরাটও আর দেশের অধিনায়ক নন। কিন্তু বিরাটকে সবসময়ই সমর্থন জুগিয়ে গিয়েছেন প্রাক্তন এই অলরাউন্ডার। এবার আরও একবার পাকিস্তান ম্যাচে বিরাটের ব্যাটিং দেখে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন শাস্ত্রী।
কী বললেন শাস্ত্রী?
পাকিস্তান ম্যাচে বিরাট কোহলির ৮২ রানের ঝোড়ো ইনিংস দেখে মুগ্ধ রবি শাস্ত্রী। তিনি বলেন, ''আসাধারণ একটা ইনিংস দেখতে পেলাম। আমি জানতাম খুব তাড়াতাড়িই এমন এটা ইনিংস দেখতে পাব। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের রেকর্ড দেখলেই বোঝা যাবে যে ও কতটা সফল।''
এরপরই শাস্ত্রী আরও বলেন, ''আমি নিজেই অনেকটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। আমি গত কয়েক বছর ধরে ওকে দেখছিলাম। আমি জানি যে ও আবার এরকম ইনিংস খেলবে বিরাট। গত কয়েক বছরে মিডিয়া থেকে শুরু করে চারিদিকে বিরাটকে নিয়ে নানা প্রশ্ন শোনা যাচ্ছিল। চুপ করিয়ে দিয়েছে সবাইকে, তাই না।''
ঘাম ঝড়ালেন রোহিত, বিরাটরা