ENG VS SA : ফিরল না ভাগ্য, ইংল্যান্ডকে হারিয়েও রান রেটের বিচারে বিশ্বকাপ থেকে বিদায় দক্ষিণ আফ্রিকার
ICC T20 World Cup : সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া, আর ইংল্যান্ডের প্রতিপক্ষ কারা হবে, সেই দৌড় অব্যাহত।
শারজা : টি২০ বিশ্বকাপের মঞ্চে 'বাজিগর'-র তকমা নিয়েই অভিযান শেষ করতে হল দক্ষিণ আফ্রিকাকে। গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারালেও নেট রান রেটের বিচারে প্রোটিয়াদের বিদায় নিতে হল বিশ্বকাপের মঞ্চ থেকে। দুর্ভাগ্যবশত পাঁচ ম্যাচের চারটিতে জিতলেও রান রেটের বিচারে বিশ্বকাপের দৌড় শেষ হয়ে গেল প্রোটিয়াদের। যে প্রসঙ্গ উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতেও। রান রেটের বিচারে গ্রুপ (১) থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া পৌঁছল সেমিফাইনালে। অপরদিকে অপর গ্রুপ (২) থেকে ইতিমধ্যে শেষ চারে পৌঁছে যাওয়া পাকিস্তানের বিরুদ্ধে খেলবে অজিরা। আর ইংল্যান্ডের প্রতিপক্ষ কারা হবে, সেই দৌড় অব্যাহত। যে দৌড়ে কিউয়িদের সঙ্গে রয়েছেন বিরাটরা।
শারজায় এদিন টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিং করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। রাসি ভান ডার ডুসেন (৬০ বলে অপরাজিত ৯৪) ও আইডেন মার্করামের (২৫ বলে অপরাজিত ৫২) ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৮৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে ব্রিটিশরা দারুণ ছন্দে এগোলেও তাদের এবারের বিশের বিশ্বকাপের মঞ্চে টানা জয়ের ধারা ছেদ পড়ে কাগিসো রাবাদা (৩৪৮) ও তাবরেজ সামসির (২২৪) বোলিংয়ের সুবাদে। খেলার শেষ ওভারে হ্যাটট্রিক করে প্রোটিয়াদের জয় নিশ্চিত করেন রাবাদা।
View this post on Instagram
প্রসঙ্গত, এদিন ইংল্যান্ড হেরে যাওয়ায় এখনও পর্যন্ত এবারের টি২০ বিশ্বকাপে একমাত্র অপরাজেয় দলের তকমা আপাতত পাকিস্তানের দখলে।