ICC Test Ranking 2024: বুমরাকে সরিয়ে টেস্টের সেরা বোলার অশ্বিন, বিরাট লাফ রোহিত-যশস্বী-কুলদীপদের
ICC Latest Rankings 2024: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে একশো টেস্ট খেলার মাইলফলকও স্পর্শ করেছেন তামিলনাড়ুর অফস্পিনার। তারপরই টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন অশ্বিন।
দুবাই: ইংল্যান্ডের (IND vs ENG Test Series) বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে তিনি মাইলফলক স্পর্শ করেছেন। ভারতের দ্বিতীয় বোলার হিসাবে টেস্টে পাঁচশো উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। আর তারপরই সুখবর পেলেন আর অশ্বিন (Ravichandran Ashwin)। আইসিসি (ICC Ranking) টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে তিনি উঠে এলেন শীর্ষে।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে একশো টেস্ট খেলার মাইলফলকও স্পর্শ করেছেন তামিলনাড়ুর অফস্পিনার। আর শততম টেস্ট ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন অশ্বিন। তারপরই টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন অশ্বিন।
ধর্মশালায় প্রথম ইনিংসে ৫১ রানে চার উইকেট নিয়েছিলেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ৭৭ রানে নেন পাঁচ উইকেট। ইনিংস ও ৬৪ রানে জিতে ভারত টেস্ট সিরিজও পকেটে পোরে ৪-১ ব্যবধানে।
অশ্বিন সিংহাসনচ্যুত করলেন স্বদেশীয় যশপ্রীত বুমরাকে। এই নিয়ে ষষ্ঠবার তিনি বোলারদের তালিকার শীর্ষে উঠে এলেন। ২০১৫ সালের ডিসেম্বরে প্রথমবার আইসিসি বোলারদের ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিলেন তিনি।
ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ মেরেছেন কুলদীপ যাদবও। ধর্মশালায় যিনি ম্যাচের সেরা হয়েছিলেন। সবচেয়ে কম বল করে যিনি টেস্ট ক্রিকেটে ৫০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। ১৫ ধাপ উঠে টেস্টে বোলারদের ব়্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে উঠে এলেন কুলদীপ। যা তাঁর কেরিয়ারের সেরা। ধর্মশালা টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন কুলদীপ।
🇮🇳 🔁 🇮🇳
— ICC (@ICC) March 13, 2024
A new No.1 bowler has been crowned in the ICC Men's Test Player Rankings after the #INDvENG series 🎖
ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে উন্নতি হল রোহিত শর্মা, শুভমন গিলদের। রোহিত শর্মা পাঁচ ধাপ ওপরে উঠে রয়েছেন ছ'নম্বরে। ১১ ধাপ উঠে শুভমন রয়েছেন ২০তম স্থানে। যা তাঁর কেরিয়ারে সর্বোচ্চ। সিরিজের সেরা যশস্বী জয়সওয়াল দু'ধাপ উঠে আট নম্বরে এসেছেন। মাত্র ন'টি টেস্ট ম্যাচে ৭৪০ রেটিং পয়েন্ট সংগ্রহ করেছেন যশস্বী। এত কম ইনিংসে তাঁর চেয়ে বেশি রেটিং পয়েন্ট পেয়েছিলেন শুধু ডন ব্র্যাডম্যান (৭৫২) ও মাইক হাসি (৭৪১)।
নিউজ়িল্যান্ডকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ঠিক পরেই দু'নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: রাসেলের মতোই কেকেআরকে ম্যাচ জেতাতে চান ভক্ত রামনদীপ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে