ICC Test Team 2024: নেতৃত্বে কামিন্স, আইসিসির বর্ষসেরা টেস্ট দলে বুমরা, জাডেজা, জয়সওয়াল
ICC Test Team OF The Year 2024: আইসিসির বিচারে গত বছরের সেরা যে একাদশ গড়া হয়েছে। সেখানে সুযোগ পাননি বিরাট ও রোহিত। ভারতীয় দলের তিন ক্রিকেটারকে রাখা হয়েছে দলে। প্যাট কামিন্স দলের অধিনায়ক।

দুবাই: আইসিসির বর্ষসেরা টেস্ট দলে (ICC Test Team Of The Year 2024) জায়গা করে নিলেন ভারতের তিন তারকা ক্রিকেটার। জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজা ও যশস্বী জয়সওয়ালকে দলে নেওয়া হয়েছে। ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য়ই সেরা টেস্ট একাদশে জায়গা করে নিয়েছেন তিন ভারতীয়। কিন্তু জায়গা পাননি ভারতীয় ক্রিকেট দলের ২ সিনিয়র তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা।
আইসিসি শুক্রবার টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটে বর্ষসেরা প্লেয়ারদের নিয়ে একাদশ বেছে নিয়েছে। সেখানেই দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে অজি অধিনায়ক প্যাট কামিন্সকে। টেস্ট ফর্ম্য়াটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে দুর্দান্ত সাফল্য পেয়েছেন কামিন্স। বর্ডার গাওস্কর ট্রফি জিতেছেন। চলতি বছর জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল খেলতে নামবে। তবে কামিন্স ছাড়া আর কোনও অজি ক্রিকেটার সুযোগ পাননি একাদশে। এমনকী পাকিস্তান, বাংলাদেশ ও ক্যারিবিয়ান বাহিনীর কোনও ক্রিকেটার সুযোগ পাননি একাদশে। গত বছর টেস্ট ফর্ম্য়াটে ইংল্য়ান্ডের জো রুট সর্বাধিক ১৫৫৬ রান করেছেন। জয়সওয়াল করেছেন ১৪৭৮ রান। বেন ডাকেট ১১৪৯ রান করেছেন। এছাড়া ইংল্যান্ডের হ্যারি ব্রুক, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস গত বছর ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন। তাঁরা প্রত্যেকেই একাদশে রয়েছেন। উইকেট কিপার ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের জেমি স্মিথ।
এদিকে, বছরের সেরা ওয়ান ডে দলে জায়গা পেলেন না ভারতের কোনও ক্রিকেটারই। গত বছর ওয়ান ডে ফর্ম্য়াটে সেভাবে ম্য়াচ খেলেনি টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্য়াচে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে সেই সিরিজ হারতে হয় ভারতীয় ক্রিকেট দলকে। একটিও ম্য়াচ জেতেনি তাঁরা। এছাড়া একাধিক টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছেন মেন ইন ব্লুজরা। যার জন্যই মূলত কোনও ভারতীয় প্লেয়ারকে রাখা হয়নি সেরা ওয়ান ডে দলে।
আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতার দিন হতাশ করলেন বাংলার বোলাররাও, মরণ-বাঁচন ম্যাচে কোণঠাসা বঙ্গ শিবির
মূলত যে দল ঘোষণা করা হয়েছে। তাতে সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। তার মধ্যে সর্বাধিক ৪ জন রয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের। ৩ জন করে ক্রিকেটার রয়েছেন পাকিস্তান, আফগানিস্তানের। ১ জন ক্রিকেটার রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
