ICC U19 World Cup 2022: যুব বিশ্বকাপের আগে ভিসা সমস্যায় আটকে আফগান দল, বাতিল প্রস্তুতি ম্যাচ
ICC U19 World Cup 2022: আজই যুব ইংল্যান্ড দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ছিল আফগানদের। এরপর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে আরো একটি ম্যাচ ছিল। কিন্তু সবই বাতিল করা হয়েছে।
কাবুল: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর বসছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। কিন্তু তার আগে ভিসা সমস্যায় জেরবার আফগানিস্তানের যুব ক্রিকেট দল। সময় মত ক্যারিবিয়ান দেশে না যেতে পারায় ২টি প্রস্তুতি ম্যাচ বাতিল করা হয়েছে তাদের। আজই যুব ইংল্যান্ড দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ছিল আফগানদের। এরপর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে আরো একটি ম্যাচ ছিল। কিন্তু সবই বাতিল করা হয়েছে। উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ আফগানদের।
আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ''আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে মিলে আমরা কাজ করে যাচ্ছি। যেন দ্রুত ভিসা সমস্যা মিটে যায় ও ক্রিকেটাররা আসতে পারে, সেদিকেই নজর দেওয়া হচ্ছে।'' এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় ইংল্যান্ড ও আমিরশাহি তাদের প্রস্তুতি ম্যাচ নতুন সুচ অনুযায়ী আগামীকাল খেলবে।
এদিকে, আগামী মার্চে ভারতে আসছে আফগানিস্তান (afganistan) ক্রিকেট দল। এদেশে এসে ওয়ান ডে সিরিজ খেলতে নামবে মহম্মদ নবি, রশিদ খানরা। আফগানিস্তান (afganistan) ক্রিকেট টিমের যে ফিউচার ট্যুর প্রোগ্রামের তালিকা প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ভারতের (india cricket) বিরুদ্ধে তিনটি ওয়ান ডে খেলতে এদেশে মার্চে আসতে চলেছে আফগানিস্তান ক্রিকেট দল।
ফিউচার ট্যুর প্রোগাম হিসেবে যেই যেই সিরিজগুলো আগামী ২০২২-২৩ মরসুমে খেলবে আফগানিস্তান তার তালিকা প্রকাশিত করা হয়েছে। মোট ১১টি ওয়ান ডে সিরিজ, ৪টে টি-টোয়েন্টি সিরিজ ও ২ টো টেস্ট সিরিজ এই সময়ের মধ্যে খেলবে তারা। ভারত ছাড়াও নেদারল্যান্ড, জিম্বাবোয়ে, অস্ট্রেলিয়া ও নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামবে আফগানিস্তান। চলতি বর্ষে দুটো এশিয়া কাপ (Asia Cup), আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T-20 World Cup) এবং ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ছাড়াও ১৮টা হোম এবং ৩৪টা অ্যাওয়ে ম্যাচ খেলবে আফগানিস্তান। ৫২টা ম্যাচের মধ্যে ৩৭টা একদিনের ম্যাচ, ১২টা টি-টোয়েন্টি আর ৩টে টেস্ট খেলবেন রশিদ খানরা। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের ৭টা একদিনের ম্যাচও খেলবেন তাঁরা।