এক্সপ্লোর
Advertisement
কোহলির প্রশংসা, বেন স্টোকসের বোলিং দেখে শেখা উচিত হার্দিক পাণ্ড্যর, মত ইয়ান চ্যাপেলের
নয়াদিল্লি: চলতি সিরিজে ইংল্যান্ডের বেন স্টোকসের বোলিং দেখে শিখতে পারেন হার্দিক পাণ্ড্য। এমনই মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল। তাঁর মতে, স্টোকসের কাছ থেকে শিক্ষা নিতে পারলে এই সিরিজ হার্দিকের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই অলরাউন্ডারের ৬ নম্বরে ব্যাট করা উচিত বলেও মনে করেন চ্যাপেল। তিনি ভারতের অধিনায়ক বিরাট কোহলিকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে নিজের কলমে চ্যাপেল লিখেছেন, ‘ভারতের সিম-বোলিং অলরাউন্ডারের খোঁজ এখনও চলছে। তবে হার্দিক পাণ্ড্য দৃঢ়চেতা মানসিকতা, সংযম ও দক্ষতার পরিচয় দিয়েছে। কোহলির সঙ্গে ও গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তুলেছিল। ৬ নম্বরে ব্যাট করতে নামলে ওর আত্মবিশ্বাস বাড়তে পারে। স্টোকসের বোলিং দেখে শিক্ষা নিতে পারলে ওর লাভ হবে। এই সিরিজ প্রতিভাবান অলরাউন্ডার হার্দিকের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে।’
এজবাস্টন টেস্টে ভারতের অধিনায়কের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেছেন চ্যাপেল। তিনি ১৯৩৮ সালের অ্যাশেজ সিরিজে স্ট্যান ম্যাকক্যাবের মহাকাব্যিক দ্বিশতরানের সঙ্গে এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে কোহলির শতরানের তুলনা করেছেন। যে ইনিংস দেখে ডন ব্র্যাডম্যানও উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন। এই প্রসঙ্গে চ্যাপেল বলেছেন, ‘(জেমস) অ্যান্ডারসনের চ্যালেঞ্জিং পরীক্ষা সামাল দিয়ে কোহলি ভারতের প্রথম ইনিংসে দাপট দেখায়। শেষ দুই উইকেটে ৯১ রানের মধ্যে ৮২ করে ও। ১৯৩৮ সালে ট্রেন্ট ব্রিজে স্ট্যান ম্যাকক্যাবের বিখ্যাত দ্বিশতরানের ইনিংসের শেষদিকে এরকমই দাপট দেখা গিয়েছিল। সেটা দেখে সহ-খেলোয়াড়দের ব্যালকনিতে ডেকে এনেছিলেন অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক ডন ব্র্যাডম্যান। তিনি বলেছিলেন, তোমরা আর কোনওদিন এই দৃশ্য দেখতে পাবে না।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement