Aakash On Virat Captaincy: ''ওয়ান ডে ফর্ম্যাটেও বিরাট দীর্ঘসময় অধিনায়ক থাকবে না'', মন্তব্য় আকাশ চোপড়ার
Aakash On Virat Captaincy: মোটামুটি নিশ্চিত যে রোহিত শর্মাই টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক হতে চলেছেন। বিরাট সেক্ষেত্রে টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটে শুধু নেতৃত্ব দেবেন।
মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সিতে কুড়ির ফর্ম্যাটে নেতৃত্ব ছেড়ে দিতে চলেছেন বিরাট কোহলি। তার বদলে কে অধিনায়ক হবেন তা এখনও সরকারিভাবে জানা যায়নি। কিন্তু মোটামুটি নিশ্চিত যে রোহিত শর্মাই টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক হতে চলেছেন টি-টোয়েন্টিতে। বিরাট সেক্ষেত্রে টেস্ট ও ওয়ান ডেতে শুধু নেতৃত্ব দেবেন।
কিন্তু প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া মনে করেন বিরাট ওয়ান ডে ফর্ম্যাটে নেতৃত্ব দিলে সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারেন। সীমিত ওভারের ফর্ম্যাটে টি-টোয়েন্টি ও ওয়ান ডে ২ বিভাগেই রোহিতই অধিনায়কত্ব করলে তা দলের পক্ষে ভাল হবে বলে মনে করেন আকাশ। নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয় তিনি বলেন, 'লাল বল ও সাদা বলের মধ্যে পার্থক্য রয়েছে। ইংল্যান্ডের হয়ে জো রুট, ইয়ন মর্গ্যান। অস্ট্রেলিয়ার হয়ে অ্যারন ফিঞ্চ ও টিম পেইন। সাধারণত এমনই দেখতে পাওয়া যায় যে সাদা বল ও লাল বলের ফর্ম্যাটে বিশ্বের প্রতিটি দলেরই ২ জন আলাদা আলাদা অধিনায়ক। এই বিভাজনটা ভাল। কিন্তু একটি সাদা বলের ফর্ম্যাট ও একটি লাল বলের ফর্ম্যাটে অধিনায়কত্ব করাটা কতটা কাজে দেবে তা নিয়ে সন্দেহ আছে।'
এরপর তিনি আরও বলেন, 'টি-টোয়েন্টি ও ওয়ান ডে প্রায় একই ঘরানার ক্রিকেট খেলতে হয়। গেমপ্ল্যান থেকে শুরু করে প্রায় সবকিছুই একই রকম হয়। এই পরিস্থিতিতে আমার মনে হয় সীমিত ওভারের ২ ফর্ম্যাটেই একই অধিনায়ক থাকাটা দরকার। তা দলের জন্যই ভাল। তাই আমার মনে হয় ওয়ান ডে ফর্ম্যাটেও বেশিদিন আর বিরাট অধিনায়ক থাকবে না।'
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বরই নিজের সোশ্যাল মিডিয়ায় নেতৃত্ব ছাড়ার বিষয় জানান বিরাট। লম্বা পোস্টে তিনি লেখেন, 'এবার থেকে একদিনের টেস্ট-একদিনের ম্যাচে ফোকাস। ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য আমি ভাগ্যবান। ক্রিকেটের ৩টি ফর্ম্যাটে টানা ৮-৯ বছর ধরে খেলার চাপ। ৫-৬ বছর ধরে অধিনায়কত্বের চাপও রয়েছে। এবার টেস্ট-একদিনের ম্যাচের জন্য নজর দিতে চাই। অধিনায়কত্ব ছাড়লেও টি-২০তে খেলা চালিয়ে যাব। অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে। রবি শাস্ত্রী, রোহিত শর্মার সঙ্গেও এনিয়ে কথা বলেছি। সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহের সঙ্গেও এনিয়ে কথা বলেছি।‘