R Ashwin: অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ধস নামিয়ে কুম্বলের কীর্তি স্পর্শ করলেন অশ্বিন
Team India: ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৮ উইকেট অশ্বিনের। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে এক মাইলফলকও স্পর্শ করলেন অশ্বিন।
![R Ashwin: অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ধস নামিয়ে কুম্বলের কীর্তি স্পর্শ করলেন অশ্বিন Ind vs Aus 1st test: 25th Five-wicket hauls for R Ashwin in Test cricket in India, the joint-highest with Anil Kumble R Ashwin: অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ধস নামিয়ে কুম্বলের কীর্তি স্পর্শ করলেন অশ্বিন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/0b068f6c6425e32fc00d46f0168303eb167612775299250_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নাগপুর: টেস্টে বল হাতে ফের ভেল্কি আর অশ্বিনের (R Ashwin)। নাগপুরে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেন তামিলনাড়ুর অফস্পিনার (Ind vs Aus)। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৮ উইকেট অশ্বিনের। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে এক মাইলফলকও স্পর্শ করলেন অশ্বিন।
দেশের মাটিতে টেস্টে এই নিয়ে ২৫ বার ইনিংসে ৫ উইকেট নিলেন অশ্বিন। এবং ছুঁয়ে ফেললেন অনিল কুম্বলের (Anil Kumble) রেকর্ড। কিংবদন্তি লেগস্পিনার টেস্টে দেশের মাটিতে ২৫ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। এবার কুম্বলের সঙ্গে একই কীর্তি গড়ে ফেললেন অশ্বিনও। তবে দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশিবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির রয়েছে মুথাইয়া মুরলীধরনের। শ্রীলঙ্কার কিংবদন্তি ৪৫ ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার আর এক স্পিনার রঙ্গনা হেরাথ দেশের মাটিতে টেস্টে ২৬ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।
View this post on Instagram
প্রত্যয়ী রোহিত
অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত (Ind vs Aus)। আড়াই দিনে টেস্ট জিতে নিল টিম ইন্ডিয়া। প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে রীতিমতো দাপট দেখিয়ে।
তবে রোহিত শর্মা মনে করেন, ম্যাচের প্রথম দিন প্রথম কয়েক ওভারেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। তিনি নিজে দুরন্ত সেঞ্চুরি করে ভারতের বড় ইনিংস নিশ্চিত করে দিয়েছিলেন। অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠে রোহিত বলেছেন, 'সত্যি কথা বলতে কী, পেসারদের প্রথম দুই ওভার ম্যাচের রাশ আমাদের হাতে তুলে দিয়েছিল। শুরুতেই যদি প্রতিপক্ষকে ২/২ করে দেওয়া যায়, তাহলে সুবিধাজনক জায়গায় থাকা যায় তো বটেই। প্রতিপক্ষ চাপে পড়বেই কারণ আমাদের স্পিন বিভাগ ভীষণ শক্তিশালী। তবে এই ধরনের পিচে আমাদের পেসাররাও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই ধরনের পরিবেশ পরিস্থিতি কীভাবে কাজে লাগানো যায়, সেটা ওরা খুব ভাল জানে।'
পাশাপাশি ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন রোহিত। বলেছেন, 'আমাদের ব্যাটাররা খুব ভাল খেলেছে। ৪০০ রান বোর্ডে তুলে বড় রানের লিড নিশ্চিত করেছে। যে কারণে আমি ভীষণ খুশি। স্পিনারদের হাতে যথেষ্ট রানের পুঁজি তুলে দিয়েছিল ওরা।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)