Ind vs Aus: ইন্ডিয়া, ম্যায় আ রহা হুঁ... ভারতকে হুঁশিয়ারি অস্ট্রেলীয় তারকার
Usman Khawaja: ভিসা সমস্যায় আটকে ছিলেন। অবশেষে সেই সমস্যা কাটল খাওয়াজার। ভারতের পথে রওনা হয়ে গেলেন অস্ট্রেলীয় ব্যাটার।

সিডনি: ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) সিরিজের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ভারতে পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। তবে ভিসা সমস্যায় আটকে গিয়েছিলেন উসমান খাওয়াজা (Usman Khawaja)। সতীর্থদের সঙ্গে ভারতে আসতে পারেননি।
ভিসা সমস্যায় আটকে ছিলেন। অবশেষে সেই সমস্যা কাটল খাওয়াজার। ভারতের পথে রওনা হয়ে গেলেন অস্ট্রেলীয় ব্যাটার। এবং সোশ্যাল মিডিয়ায় ভারতকে হুঁশিয়ারিও দিলেন। অবশ্য মজা করে। হিন্দিতে। বিমানের মধ্যে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন খাওয়াজা। সঙ্গে লিখলেন, 'ইন্ডিয়া, ম্যায় আ রহা হুঁ...'।
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে ৪টি টেস্ট ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফি অনুষ্ঠিত হবে। এই সিরিজের প্রথম ম্যাচ নাগপুরে ৯ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। সেই উদ্দেশ্যে অস্ট্রেলিয়া দল ভারতে পৌঁছে গেলেও সেই দলের সঙ্গে আসেননি ওপেনার উসমান খাওয়াজা। তিনি ভিসা পাননি। যে কারণে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলের সঙ্গে আসতে পারেননি তিনি। এর আগে বুধবার অস্ট্রেলিয়ান দলের খেলোয়াড় ও কর্মীরা সিডনি থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। এর পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন উসমান খাওয়াজা।
View this post on Instagram
অবশেষে ভিসা পেয়েছেন উসমান। ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বৃহস্পতিবার নিশ্চিত করেছেন যে, খাওয়াজার ভিসা রাতারাতি অনুমোদিত হয়েছে এবং তিনি ভোরের ফ্লাইটে মেলবোর্ন থেকে রওনা হয়েছেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দল ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হতে চলা চার টেস্টের সিরিজের আগে বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবিরে অংশ নেবে।
মুগ্ধ কোহলি
অতিরিক্ত ক্রিকেটের ধকল কাটাতে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি। আপাতত স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও মেয়ে ভামিকাকে (Bhamika) নিয়ে ছুটি কাটাচ্ছেন। হৃষিকেশে তাঁদের বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
তবে ক্রিকেট থেকে দূরে সরে নেই বিরাট কোহলি (Virat Kohli)। ছুটির ফাঁকেও ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজে চোখ রেখেছিলেন। আমদাবাদে শুভমন গিলের (Shubman Gill) ব্যাটিং বিক্রম দেখে মুগ্ধ কোহলি। সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেন।
শুভমনের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন বিরাট। সেই ছবিতে তিনি লিখেছেন, 'সিতারা'। বাংলা করলে দাঁড়ায়, তারকা। সঙ্গে একটি তারার ইমোজি। সঙ্গে বিরাট লেখেন, 'এই আমাদের ভবিষ্যৎ, শুভমন গিল'।
২০২৩ সালে নিজের দুরন্ত ফর্ম অব্যাহত রাখলেন শুভমন গিল (Shubman Gill)। পঞ্চম ভারতীয় হিসাবে তিন ফর্ম্যাটেই শতরান করার কৃতিত্ব গড়েছেন শুভমন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs NZ 3rd ODI) ৬৩ বলে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেন ভারতের তারকা ওপেনার। কিউয়িদের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে শুভমনের শতরানে ভর করেই রেকর্ড ১৬৮ রানে জয় পায় ভারতীয় দল। স্বাভাবিকভাবেই শতরানের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন শুভমন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
