এক্সপ্লোর
Advertisement
আট বছর পর অস্ট্রেলিয়া দলে ফিরলেন সিডল
সিডনি: ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। আট বছর পর দলে ফেরানো হল পিটার সিডলকে। ৩৪ বছরের পেসার ২০১০ সালে শেষ অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমেছিলেন।
অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন দলে ফেরানো হয়েছে উসমান খাওয়াজা ও নাথান লায়নকেও। দুই ক্রিকেটারই জাতীয় দলে ফিরলেন দু’বছর পর। সহ-অধিনায়ক বাছা নিয়ে বেশ অভিনব নিয়ম চালু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি, দু’জনকেই সহ-অধিনায়ক বাছা হয়েছে। বল বিকৃতি কাণ্ডের পরেই এই নিয়ম চালু করা হয়েছে।
তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের কথা মাথায় রেখে পেস ত্রয়ী মিচেল স্টার্ক, জস হ্যাজলউড ও প্যাট কামিন্সকে বিশ্রাম দেওয়া হয়েছে। সাম্প্রতিক খারাপ ফর্মের জন্য বাদ পড়েছেন ট্রেভিস হেড, ডি’আর্সি শর্ট ও ক্রিস লিন। পিঠের চোটের জন্য বাদ পড়েছেন পেসার নাথান কুল্টার-নাইল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান ট্রেভর হন্স জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের খারাপ ফর্ম ও আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে দলে একঝাঁক পরিবর্তন করা হয়েছে। ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১২ জানুয়ারি সিডনিতে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement