এক্সপ্লোর
দেখুন: 'ভারতেই সম্ভবত তোমার শেষ সিরিজ হবে', পেইনের স্লেজিংয়ের মুখের মতো জবাব অশ্বিনের, ভিডিও ভাইরাল
এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা সেই আচরণ শুরু করে দিলেন, যে জন্য প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয় তাঁদের। স্লেজিংয়ের পাশাপাশি মানসিক-যুদ্ধও শুরু করে দিলেন অজি খেলোয়াড়রা। কেউ স্লেজিং করতে শুরু করেন, তো কেউ ব্যাটসম্যানের গার্ড মার্ক ঘষে দেন।
![দেখুন: 'ভারতেই সম্ভবত তোমার শেষ সিরিজ হবে', পেইনের স্লেজিংয়ের মুখের মতো জবাব অশ্বিনের, ভিডিও ভাইরাল Ind Vs Aus Sydney Test: Watch Tim Paine tries to sledge R Ashwin gives it back to him দেখুন: 'ভারতেই সম্ভবত তোমার শেষ সিরিজ হবে', পেইনের স্লেজিংয়ের মুখের মতো জবাব অশ্বিনের, ভিডিও ভাইরাল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/01/12031824/ashwin-2.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টের পঞ্চম দিন ব্যাট করতে নামা আগে রবিবার রাতেও যন্ত্রনায় কাতরাচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সকালে ভালো করে দাঁড়াতেও পারছিলেন না।এ কথা জানিয়েছেন তাঁর স্ত্রী। তারপরও ব্যাট হাতে নেমে অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকের বিরুদ্ধে হনুমা বিহারীর সঙ্গে প্রাচীর গড়ে তুললেন তিনি। দুজনে প্রায় ৪০ ওভার ব্যাট করলেন। তাঁদের পার্টনারশিপে উঠল ৬২ রান। এভাবে ক্রিজ আঁকড়ে পড়ে থেকে দলের হার বাঁচালেন অশ্বিনরা।
পঞ্চম দিনে ব্যাট ও বলের টানটান লড়াইয়ের পাশাপাশি দেখা গেল দুই দলের খেলোয়াড়দের বাক্য বিনিময়ও।এমনই একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। আসলে ক্রিজে তখন নিজেদের মেলে ধরেছেন অশ্বিন ও হনুমা। আর অস্ট্রেলিয়া যে কোনও উপায়ে উইকেট নিয়ে ম্যাচ জিততে মরিয়া ছিল। কিন্তু অশ্বিন ও হনুমা আয়োজক দলের আশা পূরণের পথে বাধা হয়ে উঠেছিলেন। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা সেই আচরণ শুরু করে দিলেন, যে জন্য প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয় তাঁদের। স্লেজিংয়ের পাশাপাশি মানসিক-যুদ্ধও শুরু করে দিলেন অজি খেলোয়াড়রা। কেউ স্লেজিং করতে শুরু করেন, তো কেউ ব্যাটসম্যানের গার্ড মার্ক ঘষে দেন। অজি অধিনায়ক টিম পেইনকে উইকেটের পিছন থেকে কিছু না কিছু বলে যেতে দেখা যায়। এরইমধ্যে পেইনের কথার মুখের মতো জবাব দিতে কসুর করলেন না অশ্বিন। আর তাঁর এই জবাবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে এবং তা বেশ ভাইরাল হচ্ছে।
খেলার শেষ সেশনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার পাঁচ উইকেটের প্রয়োজন ছিল। ক্রিজে তখন কার্যত মাটি কামড়ে পড়েছিলেন অশ্বিন ও হনুমা। বল ছিল অস্ট্রেলিয়ার স্পিনার নাথন লায়নের হাতে। তখন উইকেটরক্ষক পেইন বলে ওঠেন, 'গাব্বা টেস্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি'। পাল্টা অশ্বিন বলেন, 'ভারতে তোমাকে দেখার জন্য অপেক্ষায় রয়েছি।সম্ভবত ওটাই হবে তোমার শেষ সিরিজ'।
ব্যাট হাতে ঋষভ পন্থ ও চেতেশ্বর পূজারা এবং হনুমা ও অশ্বিনদের এই অনবদ্য লড়াই দলের সমর্থকের কাছে স্মরণীয় হয়ে থাকবে, এ কথা বলাই বাহুল্য।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)