(Source: ECI/ABP News/ABP Majha)
Virat Kohli: বিরাট-দর্শন, উচ্ছ্বসিত নাগপুরে টিম ইন্ডিয়ার হোটেলের কর্মীরা, ছবি ভাইরাল
Ind vs Aus T20: ম্যাচের আগে বিরাট-দর্শন পেয়ে গেলেন এক ঝাঁক ক্রিকেটপ্রেমী। পেশায় যাঁরা হোটেলকর্মী।
নাগপুর: ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার নাগপুরে। সেই ম্যাচের আগে বিরাট-দর্শন পেয়ে গেলেন এক ঝাঁক ক্রিকেটপ্রেমী। পেশায় যাঁরা হোটেলকর্মী।
নাগপুরে ব়্যাডিসন হোটেলে রয়েছেন রোহিত শর্মারা। সেই হোটেলের রাঁধুনিদের দলের সকলেই বিরাট কোহলির ভক্ত। প্রিয় নায়কের সঙ্গে একবার দেখা করার আব্দার করেছিলেন তাঁরা। কোহলির কানে সেই খবর পৌঁছতে তিনি নিজেই হাজির হয়ে গিয়েছিলেন রাঁধুনিদের কাছে। তাঁদের সঙ্গে ছবি তোলেন কিংগ কোহলি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজ মাঠে নামছেন রোহিত শর্মারা (Ind vs Aus)। প্রথম ম্যাচে হেরে সিরিজে ০-১ পিছিয়ে টিম ইন্ডিয়া (Team India)। দ্বিতীয় ম্যাচ ভারতের কাছে মরণ-বাঁচন পরিস্থিতি। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে রোহিত শর্মাদের।
বৃষ্টির কাঁটা
ম্যাচের আগের দিন মাঠে অনুশীলনই করতে পারেননি রোহিত শর্মারা (Rohit Sharma)। বৃষ্টির জেরে ব্যাহত হয় ভারতীয় দলের (Indian Cricket Team) বৃহস্পতিবারের অনুশীলন। বুধবারই মোহালি ছেড়ে নাগপুরে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। ভারতীয় বোর্ডের তরফে জাতীয় দলের নাগপুর পৌঁছনোর ভিডিও পোস্ট করা হয়। বৃহস্পতিবার, ম্যাচের আগের দিন জোরকদমে অনুশীলনে নেমে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। তবে তা সম্ভব হয়নি। বাদ সাধে প্রকৃতি। বৃষ্টির জেরে বাতিলই করতে হয় ভারতীয় দলের অনুশীলন। জামথায় স্টেডিয়াম সংলগ্ন নেটে দুই দলের প্র্যাক্টিসের বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু বৃষ্টির জন্য টিম ইন্ডিয়াকে ইন্ডোরেই নিজেদের অনুশীলন সারতে হয়।
Virat Kohli With @RadissonNagpur Staff 😊@imVkohli • #ViratKohli𓃵 • #ViratGang pic.twitter.com/D9eNmvB7RK
— ViratGang (@ViratGang) September 22, 2022
আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুক্রবার দুপুরের দিকে নাগপুরে বৃষ্টির আশঙ্কা প্রবল। তবে ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায়। সাড়ে ছ'টায় টস হওয়ার কথা। সন্ধ্যার পর আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির আশঙ্কা খুব একটা নেই। বিদর্ভ ক্রিকেট সংস্থার কর্তারা আশাবাদী যে, ম্যাচ নির্বিঘ্নেই শেষ করা যাবে। আপাতত ভারতীয় দলও ম্যাচ হওয়ার প্রার্থনাই করছে। যাতে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর সুযোগ পান তাঁরা। আর যাতে টি-টোয়েন্টি সিরিজের ফয়সালা হওয়ার জন্য শেষ ম্যাচের গুরুত্ব বেঁচে থাকে।
আরও পড়ুন: কাতারেই শেষ নয়, নিজের অবসরের বিষয়ে কী জানালেন রোনাল্ডো?