IND vs BAN T20 WC: বড় রান তাড়া করতে নেমে ঝোড়ো অর্ধশতরান লিটনের
Litton Das: ২৭ বলে ৬০ রান করলেও দুর্ভাগ্যবশত রান আউট হয়েই ফিরতে হয় লিটনকে। তবে এই ইনিংসের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভাল ভিত গড়ে দিয়ে যেতে সক্ষম হন তিনি।
![IND vs BAN T20 WC: বড় রান তাড়া করতে নেমে ঝোড়ো অর্ধশতরান লিটনের IND vs BAN T20 World Cup 2022 Litton Das Terrific Performance 50 off 21 balls Good Start For Bangladesh Against India T20 WC IND vs BAN T20 WC: বড় রান তাড়া করতে নেমে ঝোড়ো অর্ধশতরান লিটনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/e2f8576077e563f15b908e57a7fe9be31667390534606507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ জিততে এবং সেমিফাইনালে পৌঁছনোর আশা বজায় রাখতে বাংলাদেশেরে সামনে ১৮৫ রানে বড় লক্ষ্য ছিল। সেই লক্ষ্যে পৌঁছতে নিঃসন্দেহেই দলের ওপেনারদের শুরুটা ভাল করার প্রয়োজন ছিল। ঠিক সেটাই করে দেখালেন বাংলাদেশের তারকা ওপেনার লিটন দাস। ভারতের নতুন বলের আক্রমণের ঝাঁঝ সামলে, উল্টে ভারতীয় দলকেই চাপে ফেলে দিলেন তিনি।
মাত্র ২১ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন লিটন। বাংলাদেশের হয়ে এটি টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান। শেষমেশ অবশ্য রান আউট হয়েই ফিরতে হয় লিটনকে। ২৭ বলে ৬০ রান করেন তিনি। এই ইনিংসের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভাল ভিত গড়ে দিয়ে যেতে সক্ষম হন লিটন।
আরও পড়ুন: কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে মাঠেই মেজাজ হারালেন কার্তিক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)