IND vs ENG, 1st ODI Preview: টি-টোয়েন্টির ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ রোহিতদের সামনে, কখন, কোথায় দেখবেন প্রথম ওয়ান ডে?
IND vs ENG, 1st ODI, The Oval Stadium: ব্যাটার রোহিতের উপরও এই ম্যাচে বাড়তি নজর থাকবে। চোটের জেরে বিরাট কোহলি সম্ভবত এই ম্যাচে খেলবেন না, তাই সিনিয়র হিসাবে বাড়তি দায়িত্বও নিতে হবে রোহিতকে।
লন্ডন: টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর এবার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে (England) ওয়ান ডে সিরিজে মাত দেওয়ার লক্ষ্যে মাঠে নামছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। আজ থেকেই শুরু হচ্ছে ওয়ান ডে সিরিজ। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল সাম্প্রতিক সময়ে খুব বেশি ওয়ান ডে খেলেনি। রোহিত (Rohit Sharma) নিজেই বছর খানেক বাদে ৫০ ওভারের সিরিজে মাঠে নামছেন। টি-টোয়েন্টি সিরিজে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন রোহিত, এবার লক্ষ্য সেই ধারাবাহিকতা বজায় রাখা।
আজকের ম্যাচ
আজ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড
কোথায় হবে টি-টোয়েন্টি ম্যাচটি?
এই ম্যাচটি হবে ওভালে, লন্ডন
কখন শুরু হবে খেলা?
ভারতীয় সময় অনুসারে ভারত-ইংল্যান্ডের এই ওয়ান ডে ম্যাচটি শুরু হবে সন্ধে ৫.৩০টায়
কোন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচটি?
এই খেলাটি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ?
অনলাইনে সোনি লিভ ও জিও টিভিতে এই ম্যাচ দেখা যাবে
আগের ২ ম্যাচেই জয় পাওয়ায় দলে বদল আসার সম্ভাবনা খুবই কম। তবে এই ম্যাচ বিরাট কোহলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড বাছার আগে বিরাটের পারফরম্যান্সকে রীতিমতো আতস কাচের তলায় রাখা হচ্ছে। তাই এই ম্যাচ ও আসন্ন তিনটি ওয়ান ডে খুবই গুরুত্বপূর্ণ কোহলির জন্য। অন্যদিকে ভুবনেশ্বর, জাডেজা, হার্দিকের ফর্মে থাকা স্বস্তি দেবে টিম ম্যানেজমেন্টকে।
রেকর্ড গড়ার হাতছানি রোহিতের সামনে
ইংল্যান্ডে বরাবরই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ব্যাট কথা বলে। বিলেতে এখনও পর্যন্ত ওয়ান ডেতে মোট সাতটি শতরান রয়েছে রোহিতের দখলে। বিদেশের মাটিতে নির্দিষ্ট কোনও দেশে এটি সচিন তেন্ডুলকর, এবি ডিভিলিয়ার্স ও সঈদ আনোয়ারের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ। এই সিরিজে একটি শতরান করলেই রোহিত এককভাবে এই রেকর্ডের মালিক হয়ে যাবেন। এছাড়া শিথর ধবনের সঙ্গে মিলে আর মাত্র ছয় রান যোগ করলেই রোহিত-শিখর, সচিন-সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর মাত্র দ্বিতীয় ভারতীয় ওপেনিং জুটি হিসাবে ওয়ান ডেতে পাঁচ হাজার রান যোগ করার কৃতিত্ব গড়বেন।
মোটের উপর অধিনায়ক রোহিতের পাশাপাশি ব্যাটার রোহিতের উপরও এই ম্যাচে বাড়তি নজর থাকবে। চোটের জেরে বিরাট কোহলি সম্ভবত এই ম্যাচে খেলবেন না, তাই সিনিয়র হিসাবে বাড়তি দায়িত্বও নিতে হবে রোহিতকে।
আরও পড়ুন: শ্রেয়স না সূর্যকুমার, কোহলির অনুপস্থিতিতে প্রথম একাদশে কে ?