Ind Vs Eng: ফিল্ডিংয়ের সময় হেলমেটে ক্যামেরা ! ইতিহাস হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্টে
Ind vs Eng, 5th Test: সূত্রের খবর, ইংল্যান্ডের ক্রিকেটার অলি পোপ শর্ট লেগে ফিল্ডিং করার সময় তাঁর হেলমেটে ক্যামেরা লাগানো থাকবে৷ টেস্ট ক্রিকেটে এটিই প্রথম। আইসিসি ও ইসিবি ছাড়পত্র দিয়েছে।
বার্মিংহ্যাম: এজবাস্টনে ভারত-ইংল্যান্ড (Ind vs Eng) পঞ্চম টেস্টে শুধু যে সিরিজের ফয়সালা হবে তাই নয়, সম্ভবত এই ম্যাচ ক্রিকেটের এক বিবর্তনের সাক্ষীও থাকবে। কীভাবে?
ক্রিকেটের রোমাঞ্চ আরও বাড়াতে এবার ফিল্ডারের হেলমেটে ক্যামেরা ব্যবহার করতে চলেছে সম্প্রচারকারী চ্যানেল। টিভিতে ম্যাচ দেখার আনন্দ বহুগুণ বেড়ে যাবে বলে সম্প্রচারকারী চ্যানেলের তরফে জানানো হয়েছে। টেস্ট ম্যাচে শর্ট লেগে দাঁড়িয়ে থাকা একজন খেলোয়াড়ের হেলমেটে একটি ক্যামেরা বসানো থাকবে।
সূত্রের খবর, ইংল্যান্ডের ক্রিকেটার অলি পোপ শর্ট লেগে ফিল্ডিং করার সময় তাঁর হেলমেটে ক্যামেরা লাগানো থাকবে৷ টেস্ট ক্রিকেটে এটিই প্রথম। আইসিসি ও ইসিবি ছাড়পত্র দিয়েছে।
এদিকে, করোনামুক্ত হননি রোহিত শর্মা (Rohit Sharma)। এজবাস্টনে টেস্ট ম্যাচে তিনি খেলতে পারবেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ভারতীয় দলকে (Ind vs Eng) নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সেই সঙ্গে সহ অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) নাম।
জল্পনা চলছিলই। ২৬ জুন জানা গিয়েছিল যে, করোনা আক্রান্ত হয়েছেন রোহিত। লেস্টারশায়ারের বিরুদ্ধে সেই সময় প্রস্তুতি ম্যাচ খেলছিল ভারত। সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি রোহিত। নিয়মমতো ৫ দিনের কোয়ারেন্টিনে থাকতে হতো তাঁকে। সেই অনুযায়ী ৩০ জুন অর্থাৎ টেস্ট ম্যাচ শুরুর একদিন আগে নিভৃতবাস শেষ হওয়ার কথা ছিল রোহিতের। ভারতীয় দল আশায় ছিল যে, রোহিত সুস্থ হয়ে মাঠে নেমে পড়তে পারবেন।
Veteran pacer 🔙
— ICC (@ICC) June 30, 2022
Wicketkeeper ❓
England have announced their XI for the final Test against India.#WTC23 | More 👇 https://t.co/gCVaSyPBhG
কিন্তু শেষ পর্যন্ত করোনামুক্ত হননি রোহিত। বৃহস্পতিবারও তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাই বুমরাকে দেওয়া হয়েছে নেতৃত্বের দায়িত্ব।
আরও পড়ুন: লন্ডনে ফোন করে বাঙালি ভক্তকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন সানিয়ার মা