IND vs ENG: সরফরাজের বাবাকে কথা দিয়েছিলেন ছেলের খেয়াল রাখবেন, তরুণ ক্রিকেটারকে মাঠেই ধমক রোহিতের!
Rohit On Sarfaraz: তিনি সঙ্গে সঙ্গে বকা দেন সরফরাজকে। তবে এটা নিছকই বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের সুরক্ষার জন্য। সিলি পয়েন্টে ফিল্ডিং সবসময়ই কিছুটা বিপজ্জনক।
![IND vs ENG: সরফরাজের বাবাকে কথা দিয়েছিলেন ছেলের খেয়াল রাখবেন, তরুণ ক্রিকেটারকে মাঠেই ধমক রোহিতের! IND vs ENG: Rohit Sharma warns Sarfaraz Khan for not wearing safety gear get to know IND vs ENG: সরফরাজের বাবাকে কথা দিয়েছিলেন ছেলের খেয়াল রাখবেন, তরুণ ক্রিকেটারকে মাঠেই ধমক রোহিতের!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/25/160c61948e5fd8a2027531beea1dc3821708878602071206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাঁচি: রাজকোট টেস্টে অভিষেক হয়েছিল সরফরাজ খানের (Sarfaraz Khan)। সেই ম্য়াচে ছেলের অভিষেকের মুহূর্তে মাঠে ছিলেন বাবা নওশাদ খান। ছুঁয়ে দেখেছিলেন ছেলে সরফরাজের ন্যাশনাল ক্যাপ। কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন। সেদিন রোহিত শর্মা (Rohit Sharma) নিজে এসে নওশাদের সঙ্গে দেখাও করেছিলেন। তখনই সরফরাজের বাবা ভারত অধিনায়কের কাছে আবেদন রেখেছিলেন যে ছেলের খেয়াল রাখার জন্য। রোহিতও আশ্বাস দিয়েছিলেন যে সরফরাজের খেয়াল রাখবেন তিনি। রাঁচি টেস্টে মাঠে দেখা গেল তেমনই একটি মূহূর্ত।
মাঠে সিলি পয়েন্টে ফিল্ডিং করছিলেন সরফরাজ রবিবার। সেই সময় মাথায় হেলমেট না পরেই ফিল্ডিং করতে উদ্য়োত হয়েছিলেন তরুণ মুম্বইকর। কিন্তু বিষয়টি নজর এড়ায়নি রোহিতের। তিনি সঙ্গে সঙ্গে বকা দেন সরফরাজকে। তবে এটা নিছকই বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের সুরক্ষার জন্য। সিলি পয়েন্টে ফিল্ডিং সবসময়ই কিছুটা বিপজ্জনক। তাই সেই সময় সেফ গার্ড নিয়েই ফিল্ডিং করেন প্রত্যেক প্লেয়ার। কিন্তু সরফরাজ কোনও সেফ গার্ড না নিয়েই ফিল্ডিং করছিলেন। তাই সঙ্গে সঙ্গে রোহিত তাঁকে ডেকে বলেন, ''ও ভাই, এখান হিরো হওয়ার কোনও দরকার নেই। হেলমেট পরে নাও।''
View this post on Instagram
অধিনায়কের থেকে বকা হজম করে সঙ্গে সঙ্গে হেলমেট আনিয়ে নেন সরফরাজ। এদিনের ম্য়াচে একটি দুর্দান্ত ক্যাচও লুফে নেন সরফরাজ। বাউন্ডারি লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। কুলদীপ বল করছিলেন টম হার্টলি। স্টেপ আপ করে ছক্কা হাঁকানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তা বাউন্ডারি লাইনের অনেক আগেই পরে যাচ্ছিল। কিন্তু দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ লুফে নেন সরফরাজ। ব্যাট হাতে যদিও রাঁচি টেস্টে প্রথম ইনিংসে ১৪ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় সরফরাজকে। তবে রাজকোট টেস্টের ২ ইনিংসে অর্ধশতরান হাঁকিয়ে নজর কেড়েছেন এই তরুণ ব্যাটার।
এদিকে, রাঁচি টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৪ করার পথে নজির গড়লেন রোহিত শর্মা। নতুন মাইলফলক স্পর্শ করে ফেললেন হিটম্য়ান। নিজের টেস্ট কেরিয়ারে ৪ হাজার রান পূরণ করে ফেললেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচি টেস্টে জিততে দ্বিতীয় ইনিংসে ১৯২ রান তাড়া করতে নেমেছে ভারত। তৃতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৪০ রান তুলে নিয়েছে ভারত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)