IND vs HK, Asia Cup 2022: হংকংয়ের বিরুদ্ধে এই তিন সমস্যা সমাধানের লক্ষ্যে টিম ইন্ডিয়া
IND vs HK: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে টিম ইন্ডিয়া দুরন্ত জয় পেলেও, ভারতীয় দলে যে কোনও সমস্যা নেই, এমনটা কিন্তু নয়।
![IND vs HK, Asia Cup 2022: হংকংয়ের বিরুদ্ধে এই তিন সমস্যা সমাধানের লক্ষ্যে টিম ইন্ডিয়া IND vs HK, Asia Cup 2022: Three things India need to address for today's match against Hong Kong IND vs HK, Asia Cup 2022: হংকংয়ের বিরুদ্ধে এই তিন সমস্যা সমাধানের লক্ষ্যে টিম ইন্ডিয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/31/5cd25bb2b9cb6b5b6e6924eae36e665b1661950700928507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে দুরন্ত জয় দিয়ে নিজেদের এশিয়া কাপ (Asia Cup 2022) অভিযান শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় দল। হার্দিক পাণ্ড্যর দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স থেকে ভুবনেশ্বর কুমারের রেকর্ড ভাঙা বোলিং পারফরম্যান্স, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ভারতীয় দল অনেক কিছু ইতিবাচক জিনিস পেয়েছে। তবে সবই যে ভাল এবং ভারতীয় দলে যে কোনও সমস্যা নেই, এমনটা কিন্তু নয়।
রাহুলের ফর্ম
আজকের ম্যাচে ভারতীয় দল হংকংয়ের বিরুদ্ধে (IND vs HK) মাঠে নামছে। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে টিম ইন্ডিয়া এই তিন বিষয়ে উন্নতি করার লক্ষ্যে বদ্ধপরিকর হবে। এর মধ্যে প্রথমেই আসবে ওপেনার তথা সহ-অধিনায়ক কেএল রাহুলের ফর্ম। দীর্ঘদিন চোট, করোনা, না না কারণে মাঠের বাইরে ছিলেন কেএল রাহুল। জিম্বাবোয়ে সফরে তিনি ভারতীয় দলে ফিরেছেন তো বটে। তবে সেই সিরিজে একেবারেই ছন্দে দেখায়নি তাঁকে। এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় রাহুলকে।
ব্যাটিং স্ট্রাইক রেট
ইনফর্ম রাহুল যে কোনও ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দিতে সক্ষম। সেখানে রাহুলের এহেন হতশ্রী ফর্ম ভারতীয় দলের চিন্তার বড় কারণ। বিশেষত বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট সামনে আসছে এবং সেখানে রাহুলের চলা তো ভারতীয় দলের জন্য ভীষণই জরুরি। টিম ইন্ডিয়া আশা করবে হংকংয়ের বিরুদ্ধে যেন কিছু রান করে ছন্দ ফিরে পান রাহুল। রাহুলের শূন্য রানে আউট হওয়ার জেরে ভারতীয় দলের ব্যাটিং স্ট্রাইক রেটেও প্রভাব পড়ে। বিগত কয়েক সিরিজ ধরে ভারতীয় দল শুরুতে, বিশেষ করে পাওয়ার প্লের ছয় ওভারে আগ্রাসী ব্যাটিংয়ের পরিকল্পনা অনুসরণ করেছে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে মাত্র এক উইকেট হারালেও টিম ইন্ডিয়া ৩৮ রানের বেশি করতে পারেনি।
চাহালের বোলিং
অতীতে টি-টোয়েন্টিতে এই স্ট্রাইক রেটের জন্য দলকে সমালোচনারও মুখে পড়তে হয়েছে। তাই হংকং ম্যাচে সেই সমস্যা দূর করে ভারতীয় দলের প্রমাণ করা প্রয়োজন যে পাওয়ার প্লেতে রানের এই খরা কেবল এক ম্যাচেরই বিষয়। সবশেষে যে বিষয়ে ভারত হংকংয়ের বিরুদ্ধে উন্নতি করতে চাইবে, তা হল স্পিন বোলিং, আরও স্পষ্টভাবে বলতে গেলে লেগ স্পিন বোলিংকে। গত বছর বিশ্বকাপে বরুণ চক্রবর্তীর চূড়ান্ত ব্যর্থতা ভারতীয় দলের পরাজয়ের একটা বড় কারণ ছিল। তারপর থেকে বরুণ তো দলে সুযোগই পাননি।
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে যুজবেন্দ্র চাহালও কিন্তু হতাশই করেছেন। নির্ধারিত চার ওভারে চাহাল কোনও উইকেট না নিয়েই ৩২ রান দিয়েছিলেন তিনি। এশিয়া কাপে ভারতীয় দলের ভাল পারফরম্যান্সের জন্য চাহালের ফর্মে থাকা কিন্তু ভীষণই জরুরি। তাই তিনি সুযোগ পেলে, এই ম্যাচে তাঁর দিকে বিশেষ নজর থাকবে।
আরও পড়ুন: চার বছর আগের মতো কি আবার ভারতকে বেগ দেবে হংকং? কোথায়, কখন দেখবেন দুই দলের লড়াই?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)