Rohit Sharma: নেতৃত্ব ওর প্রাপ্য ছিল, দায়িত্ব নিয়েই ছাত্রের ট্রফি-জয় দেখে বলছেন রোহিতের কোচ
Ind vs NZ Exclusive: দায়িত্ব নিয়ে প্রথম সিরিজেই নিউজিল্য়ান্ডকে হোয়াইটওয়াশ করে ট্রফি জিতেছেন রোহিত। ছাত্রের যে সাফল্যে উচ্ছ্বসিত তাঁর ছোটবেলার কোচ দীনেশ লাড (Dinesh Lad)।
কলকাতা: আইপিএলে তিনি সফলতম অধিনায়ক। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) যে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, সবকটিতেই অধিনায়ক ছিলেন তিনি। জাতীয় দলের নেতৃত্বের মসনদেও তাঁকে দেখার অপেক্ষা শুরু হয়েছিল।
অবশেষে বিরাট কোহলি (Virat Kohli) টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর জাতীয় দলের অধিনায়ক ঘোষণা করা হয় রোহিত শর্মাকে (Rohit Sharma)। আর দায়িত্ব নিয়ে প্রথম সিরিজেই নিউজিল্য়ান্ডকে হোয়াইটওয়াশ করে ট্রফি জিতেছেন রোহিত। ছাত্রের যে সাফল্যে উচ্ছ্বসিত তাঁর ছোটবেলার কোচ দীনেশ লাড (Dinesh Lad)। জানিয়ে দিচ্ছেন যে, নেতৃত্ব প্রাপ্যই ছিল রোহিতের।
ইডেনে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষে ম্যাচে ৭৩ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতেছে রোহিতের টিম ইন্ডিয়া। যা দেখে আপ্লুত দীনেশ। মুম্বই থেকে মোবাইল ফোনে এবিপি লাইভকে গর্বিত কোচ বললেন, 'ওর এই সাফল্যে খুশি তো বটেই। দায়িত্ব নিয়েই সিরিজ জয় বড় ব্যাপার। তার ওপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে, যারা সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলে এসেছে।'
দীনেশ আরও বলছেন, 'আমি জানতাম নেতৃত্বের দায়িত্ব পেয়ে ও ভালই খেলবে। ও সহজাত অধিনায়ক। স্কুল দলকেও নেতৃত্ব দিয়ে দারুণ সব ম্যাচ জিতিয়েছে। ও জেতার জন্য মরিয়া থাকে। মনে পড়ছে স্কুলের একটা ম্যাচে আমরা ২৩০ রান তাড়া করছিলাম। ৩০ রানের মধ্যে ৪ উইকেট পড়ে গিয়েছিল আমাদের। রোহিত ক্রিজে ছিল। ওই দলের অধিনায়ক। আমি ওকে বলেছিলাম, ম্যাচ জিততে হবে। রোহিত আমাকে ব্যাট করার ফাঁকেই টুয়েলভথ ম্যানকে দিয়ে বলে পাঠিয়েছিল, স্যার নিশ্চিন্ত থাকুন। আমরাই জিতব। ও একা হাতে সেই ম্যাচ বার করে দিয়েছিল।'
৩৪ বছর বয়সে জাতীয় দলের নেতৃত্ব। আরও আগেই কি নেতৃত্বের ব্যাটন রোহিতের হাতে তুলে দেওয়া উচিত ছিল না? বিতর্কে ঢুকতে চাইলেন না দীনেশ। তবে জোর গলায় বললেন, 'আইপিএলে অধিনায়ক হিসাবে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার ট্রফি দিয়েছে। নেতৃত্ব ওর প্রাপ্য ছিল। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে ও আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়ক হিসাবে এত ভাল রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলি শুধু ব্যাটিংয়ে মনোযোগ দিতে চায়। রোহিতের ভরসা হতে পারে ব্যাটার বিরাট। রোহিত নেতৃত্বের জন্য সম্পূর্ণ তৈরি।'
ছাত্র অধিনায়ক হওয়ার পর কথা হয়েছিল? দীনেশ বলছেন, 'হয়েছিল। ওকে বলেছিলাম, তুই ম্যাচ জেতা। অধিনায়ক হিসাবে আগেও ম্যাচ জিতিয়েছিস। নিজের সেই কাজটাই মন দিয়ে কর।'
ইডেনে জেতার পর রোহিত জানিয়েছিলেন, দলের ক্রিকেটারদের মধ্যে বাদ পড়ার ভয় রাখতে চান না তিনি। সকলকে চাপমুক্ত রাখতে চান। যা নিয়ে তাঁর কোচ বলছেন, 'ও বরাবরই ক্রিকেটারদের সমর্থন করে। ও বলে, আমিও তো একসময় ব্যর্থ হয়েছিলাম। সেই সময় নির্বাচকরা আমার ওপর আস্থা রেখেছিলেন। তারপরই ও সফল হয়। রোহিতও একইভাবে ক্রিকেটারদের পাশে থাকতে চায়।'
আরও পড়ুন: একটি বৈঠকে বদলে যায় বিধ্বস্ত দলের চেহারা, ক্রিকেটারদের কী বলেছিলেন রোহিত-দ্রাবিড়?
ইডেনে বরাবর সফল রোহিত। রবিবারও হাফসেঞ্চুরি করেছেন। দীনেশ বলছেন, 'কলকাতার মানুষের আশীর্বাদ ওর সঙ্গে থাকে। ইডেনে ওর দারুণ রেকর্ড। কলকাতাকে নিজের হোমগ্রাউন্ড মনে করে।' যোগ করছেন, 'শিশির আতঙ্কের মধ্যেও টস জিতে ব্য়াটিং সাহসী সিদ্ধান্ত। ভবিষ্যতে সবরকম পরিস্থিতির জন্য দলকে তৈরি রাখতে চায় ও।'