জয়পুর: ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিজের কাজ শুরু করে দিলেন রাহুল দ্রাবিড় (rahul dravid)। এরমধ্য়েই প্রথম দিনের অনুশীলনেও দেখা গিয়েছে তাঁকে। নতুন কোচের অধীনে বেশ খোশমেজাজে গোটা শিবির। নিউজিল্যান্ডের (newzeland) বিরুদ্ধে আগামীকাল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। জয়পুরে প্রথম ম্যাচ। তার আগের দলের সহ অধিনায়ক কে এল রাহুল (k l rahul) সাংবাদিক বৈঠকে এসে দলের গেমপ্ল্যান থেকে শুরু করে নতুন কোচকে নিয়ে মুখ খুললেন। রাহুল বলেন, ''আমি ভাগ্যবান যে অনেকদিন ধরে ওঁকে চিনি। তরুণ ক্রিকেটার হিসেবে ওঁর ভাবনাচিন্তা অনুসরণ করার চেষ্টা করতাম। তারপর থেকে খেলাটা ভাল করে বুঝতে শিখি। ওঁর সঙ্গে কথা বলেই ব্যাটিংয়ের শিল্প আয়ত্ত করি। আমরা যারা কর্ণাটকের, তাদের প্রচণ্ড সাহায্য করেছেন উনি।”
আসন্ন সিরিজ থেকেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। তাঁর ডেপুটি হিসেবে মাঠে নামবেন রাহুল। তিনি আরও বলেন, “খেলা ছাড়ার পরেই উনি দেশজুড়ে কোচিং করাচ্ছেন এবং খুদে ক্রিকেটারদের সাহায্য করছেন। তাই কোচ হিসেবে এখানে ওঁকে পাওয়া আমাদের কাছে দারুণ সুযোগ। ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড় কত বড় নাম এবং দেশের জন্য উনি কী করেছেন সেটা আমরা সবাই জানি। তাই এই সুযোগে ভাল করে শিখে নিজের খেলা উন্নত করার সুযোগ রয়েছে আমাদের।”