Virat Kohli: জীবে প্রেম...কোহলির নতুন রূপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Virat KOhli: এর আগে সীমিত ওভারের সিরিজেও ছিলেন না। এই মুহূর্তে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে অনুশীলন করছেন তিনি। সেখানেই নতুন অবতারে দেখা গেল তাঁকে।
মুম্বই: নিউজিল্যান্ডের (newzeland)( বিরুদ্ধে প্রথম টেস্টে খেলছেন না বিরাট কোহলি (virat kohli)। বিশ্রামে রয়েছেন তিনি। দ্বিতীয় টেস্টে জাতীয় দলে ফের ফিরছেন তিনি। এর আগে সীমিত ওভারের সিরিজেও ছিলেন না। এই মুহূর্তে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে অনুশীলন করছেন তিনি। সেখানেই নতুন অবতারে দেখা গেল তাঁকে। দেখা গেল অনুশীলনের মাঝেই একটি বিড়ালকে কোলে নিয়ে আদর করছেন বিরাট। নিজের ট্যুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বিরাট। এরপর কিউয়িদের বিরুদ্ধেটি-টোয়েন্টি সিরিজেও বিশ্রামে ছিলেন তিনি। প্রথম টেস্টেও দেখা যাবে না তাঁকে। তবে ক্রিকেট ও অনুশীলন থেকে একদমই নিজেকে সরিয়ে রাখেননি তিনি। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে নিজেকে অনুশীলনে ব্যস্ত রেখেছেন তিনি। এদিও গিয়েছিলেন সেই অনুশীলনে। সেখানেই তাঁর নতুন সঙ্গী হল একটি পুচকে বিড়াল। হঠাৎই মাঠে সেই বিড়ালকে দেখতে পেয়ে নিজেই তাঁকে কোলে তুলে নিলেন। আদর করলেন কোলে তুলে। শীতের সকালে হালকা রোদ, বিড়াল বাবাজিই আদর খেলেন বিরাটের কোলে শুয়ে শুয়েই। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন বিরাট। যেখানে আবার কমেন্ট করেছেন তাঁর স্ত্রী ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাও। তিনি লিখেছেন, ''লন্ডা ফ্রম দিল্লি অ্যান্ড মুম্বই কি বিল্লি।''
আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। তাঁর বদলি হিসেবে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। অন্যদিকে সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন চেতেশ্বর পূজারা। দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে স্কোয়াডে ঢুকে পড়বেন বিরাট। তবে বিরাট দলে আসলেও এই সিরিজে পাওয়া যাবে না রোহিত শর্মাকে। অন্যদিকে এদিনই চোটের জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন কে এল রাহুল। তাঁর বদলি দলে ঢুকেছেন সূর্যকুমার যাদব।
আরও পড়ুন: রাহুলের কোচিংয়েই নতুন দায়িত্ব কাঁধে, কানপুর টেস্টের আগে কী বললেন পূজারা?